বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL 2025 মরসুমের শুরুটা খুব একটা চমকপ্রদ হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians)। তবে সকলকে চমকে দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মাঝপথে ঘুরে দাঁড়িয়েছে হার্দিক পান্ডিয়ার দল। খারাপ পর্যায় থেকে উঠে এসে প্লে অফ তো নিশ্চিত হয়েছেই, সেই সাথে প্রথম চারে জায়গা পেয়েছে মুম্বই।
এমতাবস্থায়, প্লে অফের লড়াই শুরুর প্রাক্কালে এলিমিনেটর ম্যাচের আগে বিরাট ধাক্কা খেল হার্দিকের MI। জানা যাচ্ছে, জাতীয় দলে দায়িত্ব পালনের জন্য ইতিমধ্যেই মুম্বই শিবির ছেড়েছেন 3 তুখড় বিদেশি। যার জেরে কার্যত মাথায় হাত পান্ডিয়ার। এবার কী হবে? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে MI সমর্থকদের মনে।
দল ছাড়লেন কারা?
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে যা খবর, জাতীয় শিবিরের দায়িত্ব পালনের জন্য এলিমিনেটর ম্যাচের প্রাক্কালে মুম্বই ছেড়েছেন ইংল্যান্ডের উইল জ্যাকস, দক্ষিণ আফ্রিকার রায়ান রিকেলটন ও করবিন বোশ। যা খবর, 29 মে থেকে শুরু হওয়া ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে খেলার জন্যই মুম্বই থেকে বিদায় নিয়েছেন উইল জ্যাকস।
অন্যদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অংশ নিতেই দক্ষিণ আফ্রিকা দলে যোগ দিয়েছেন রিকেলটন এবং বোশ। তবে জানিয়ে রাখি, 3 বিদেশির চলে যাওয়া হার্দিকদের কিছুটা ধাক্কা দিলেও তাঁদের বিকল্প খুঁজে নিয়েছে মুম্বই।
অবশ্যই পড়ুন: অ্যাকাউন্টে টাকা না থাকলেও ATM থেকে তোলা যাবে প্রয়োজনীয় অর্থ! শিখে নিন পদ্ধতি
3 বিদেশির বিকল্প খুঁজে নিয়েছে MI
এলিমিনেটর ম্যাচের আগে হঠাৎ 3 গুরুত্বপূর্ণ প্লেয়ারের চলে যাওয়া মুম্বই শিবিরকে যে ভোগাবে একথা বলার অপেক্ষা রাখে না। তবে সেই যন্ত্রণার মাঝেই তড়িঘড়ি 3 বিদেশির বিকল্প খুঁজে নিয়েছেন হার্দিক পান্ডিয়া। জানা যাচ্ছে, এই 3 মহারথীর পরিবর্তে মুম্বই দলে স্থলাভিষিক্ত হয়েছেন ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটসম্যান জনি বেয়ারস্টো, শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসলাঙ্কা এবং ইংলিশ পেসার রিচার্ড গ্লিসন।