সুন্দরবনে উধাও ৪ কোটি টাকার ত্রাণের চাল! CBI তদন্ত চাইছে এলাকাবাসী

Published on:

Kakdwip

প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনের আবহে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠে এসেছে রাজ্য সরকারের বিরুদ্ধে। চাকরি চুরি থেকে শুরু করে কয়লা চুরি, রেশন চুরি ইত্যাদি নানা ঘটনায় এখনও জেলের ঘানি টানছে শাসকদলের একাধিক নেতা। আর এই আবহে ফের কাকদ্বীপে (Kakdwip) আরও এক দুর্নীতির খবর প্রকাশ্যে এল। সুন্দরবনে প্রাকৃতিক দুর্যোগের জন্য বরাদ্দ চালে ফের দেখা গেল দুর্নীতির ছায়া। চোখের পলকেই উধাও হয়ে গেল বরাদ্দ বিপুল সরকারি চাল।

ঘটনাটি কী?

সুন্দরবনের কাকদ্বীপ মহকুমার নামখানা, কাকদ্বীপ, পাথরপ্রতিমা ও সাগর ব্লকে প্রাকৃতিক দুর্যোগের জন্য গত ২০১৫ থেকে ২০২১ অর্থবর্ষের মধ্যে বরাদ্দ করা হয়েছিল প্রায় ১২৪৫ মেট্রিক টন সরকারি চাল। যার বাজার মূল্য ছিল প্রায় ৪ কোটি টাকা। আর এবার সেই বরাদ্দ চালে ব্যাপক দুর্নীতি প্রকাশ্যে এল। আর সেই দুর্নীতির অভিযোগ উঠল হোলসেলার অমিত ভকতের বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে কাকদ্বীপ থানায় FIR দায়ের করেছেন কাকদ্বীপের মহকুমাশাসক। তার বিরুদ্ধে সরকারি সম্পদ অপব্যবহার ও অত্যাবশ্যকীয় পণ্য আইনে মামলা রুজু করেছে পুলিশ।

দুর্নীতি প্রসঙ্গে রাজনৈতিক তরজা

এদিকে এই বরাদ্দ চাল দুর্নীতি কাণ্ডকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শাসকদলের এইরূপ দুর্নীতির রহস্য সাধারণ নাগরিকের কাছে তুলে ধরতে ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI এর তদন্তের দাবি জানিয়েছেন মথুরাপুর সাংগঠনিক জেলার বিজেপি নেতৃত্ব। এই প্রসঙ্গে বিজেপি নেতা অরুণাভ দাস জানিয়েছেন, ‘আমরা দীর্ঘদিন ধরে রেশনের খাদ্য সামগ্রীর পাশাপাশি সুন্দরবনে প্রাকৃতিক দুর্যোগের জন্য বরাদ্দ চালের দুর্নীতি নিয়ে অভিযোগ জানিয়েছি। কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অবশেষে এবার কাকদ্বীপ মহকুমা শাসক পুলিশের কাছে হোলসেলারের বিরুদ্ধে FIR করে সেই দুর্নীতিতে সিলমোহর লাগিয়ে দিলেন।”

আরও পড়ুন: শুধু শিয়ালদা, হাওড়াই নয়! কোনও স্টেশনেই করা যাবে না ভিডিও ছবি! নয়া নির্দেশিকা পূর্ব রেলের

তবে বিরোধীদের এই দুর্নীতির অভিযোগকে উড়িয়ে দিয়ে দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্রীমন্ত মালি বলেন, ‘মহকুমা প্রশাসন তদন্ত করে চালের গরমিল পাওয়ার পর FIR করেছে। প্রশাসন আইন মেনেই হোলসেলারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। এখানে বিরোধীদের লাফালাফি করার কোনও কারণ খুঁজে পাচ্ছি না।’ বেশ কয়েক বছর আগে থেকে এই হোলসেলার অমিত ভকতের বিরুদ্ধে গুদামে মজুদ চালের বরাদ্দ নিয়ে খুঁটিনাটি তদন্ত চলছিল। আর এই আবহে ফের মজুত চালের হিসেবের গরমিল প্রকাশ্যে উঠে এল।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥