প্রীতি পোদ্দার, কলকাতা: এপ্রিলের গোড়ায় ২০১৬ সালের এসএসসির (SSC)গোটা প্যানেল বাতিল করার পর প্রায় ২৬ হাজার প্রার্থীর চাকরি চলে যায় রাতারাতি। এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে কমিশনের তরফ থেকে ‘যোগ্য’ শিক্ষকদের একটা প্রাথমিক তালিকা তৈরি করা হয়। আর সেই তালিকা পৌঁছে দেওয়া হয় বিভিন্ন স্কুলে। তালিকার লিস্ট পৌঁছে যায় জেলায় জেলায় স্কুল পরিদর্শকদের কাছে। সেই অনুযায়ী ‘যোগ্য’দের কাজ চালিয়ে যেতে বলা হয় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।
কালীঘাট অভিযানে অযোগ্যদের বিক্ষোভ
এদিকে স্কুল শিক্ষা দফতরের পাঠানো তালিকায় অনেকের নাম না থাকায় তাঁদেরকে ‘নট স্পেসিফিক্যালি টেন্টেড’ বা ‘অযোগ্য শিক্ষক’ বলে দাগিয়ে দেওয়া হচ্ছে বিনা প্রমাণে। যার জেরে এবার বিক্ষোভ দেখাতে শুরু করলেন ‘নট স্পেসিফিক্যালি টেন্টেড’-দের একাংশ। সূত্রের খবর, আজ অর্থাৎ বুধবার সকালে কালীঘাটের অদূরে হাজরা মোড়ের সামনে বিক্ষোভ দেখান চাকরিহারাদের একাংশ। এর আগেও তাঁরা কালীঘাট অভিযান করেছিলেন। সেবারেও পুলিশ তাঁদের আটকায়। সেদিন অবশ্য হাজরা মোড়ে বসে বিক্ষোভ করেছিলেন তাঁরা। তবে, আজ কোনওভাবেই জমায়েত করতে দেয়নি পুলিশ।
মুখ্যমন্ত্রীকে প্রশ্ন বিক্ষোভকারীদের
জানা গিয়েছে হাজরা মোড় থেকেই চাকরিহারাদের আটক করে পুলিশ। মিছিলে বিক্ষোভ শুরু হলে সঙ্গে সঙ্গে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হয় প্রায় ৪০ জন চাকরিহারা শিক্ষক শিক্ষিকাকে। যার দরুন ছত্রভঙ্গ হয় ইউনাইটেড টিচিং ও নন টিচিং ফোরামের চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। এদিন কালীঘাট অভিযানের সময় তাঁদের বক্তব্য “আমরা ১৮০৩ জন স্কুলে যাচ্ছি না। আমাদের যে ওএমআর ইস্যু, তা এখনও প্রমাণিত হয়নি। কিন্তু তাও কেন আমাদের স্কুলে যেতে দিচ্ছে না। ডিআই অফিস থেকে কোন কারণে নাম দেওয়া হয়নি।”
আরও পড়ুন: গরমের ছুটিতে দিঘা যাওয়ার আগে সাবধান! নামা যাবে না সমুদ্রে, জারি নির্দেশিকা
এদিকে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে জানিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নতুন করে পরীক্ষা দিতে হবে। যেহেতু ৩১ মে শেষ তারিখ বিজ্ঞপ্তি প্রকাশের সেই কারণেই ৩০ মে বিজ্ঞপ্তি বের করা হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ তবে রিভিউ পিটিশনের ওপরেও ভরসা রাখতে বলেছেন তিনি। এখন গ্রীষ্মের ছুটি চলছে, ছুটি শেষ হলে তখনই শীর্ষ আদালত রাজ্য সরকারের করা রিভিউ পিটিশনের রায় বেরোবে। সেক্ষেত্রে যদি ইতিবাচক রায় মেলে তাহলে এই পরীক্ষা হবে না বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।