সৌভিক মুখার্জী, কলকাতা: পাহাড়ে ঘুরতে গিয়ে এক লুকানো বাক্সে (Hidden Box) মিলল 3 কোটি টাকার সোনা! সিনেমার গল্প মনে হলেও এটাই সত্যি। আসলে এই ঘটনাটি ঘটেছে চেক প্রজাতন্ত্রের উত্তর পূর্বাঞ্চলের ক্রাকোনোশে পাহাড়ে। সূত্রের খবর, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পাহাড়ি রাস্তা ধরে হাঁটছিল দুই যুবক।
আর হঠাৎই তাদের চোখে পড়ে পাথরের দেওয়ালের ফাক দিয়ে বেরিয়ে থাকা একটি অ্যালুমিনিয়াম বাক্স। কৌতুহলের বসে পড়ে তারা বাক্সটি খুলতেই চমকে ওঠে! বাক্সের ভিতরে ছিল প্রচুর পরিমাণে সোনার কয়েন, গয়না, আর দামি কিছু জিনিসপত্র! আর যার বাজার মূল্য প্রায় 3 কোটি টাকা।
কী ছিল সেই রহস্যময় বাক্সে?
খোঁজ নিয়ে জানা গেল, যে অ্যালুমিনিয়ামের বাক্সটি তারা খুঁজে পেয়েছিল, তার ভিতরে ছিল 598 টি সোনার কয়েন, 10 টি সোনার ব্রেসলেট, 16 টি সিগার কেস, একাধিক গয়না এবং অলংকার। এমনকি একটি পাউডার কেস, চাবির চেইন এবং অন্যান্য কিছু জিনিসপত্রও ছিল।
সবথেকে বড় ব্যাপার, এই জিনিসগুলোর মোট ওজন ছিল 8.1 পাউন্ড এবং বিশেষজ্ঞদের মতে শুধুমাত্র সোনার কয়েনগুলোরই বাজার মূল্য ছিল 3 লক্ষ 60 হাজার ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় 3 কোটি টাকা।
সততার নজির গড়লেন ওই দুই যুবক
সাধারণত এই বিপুল পরিমাণ সম্পদ পেয়ে কেউ সেগুলিকে নিজের কাছেই রাখতে চাইবে। কিন্তু এই দুই যুবক লোভকে সংবরণ করে সেই ধনরত্ন হস্তান্তর করে দেয় ইস্টার্ন বোহেমিয়া জাদুঘরের হাতে।
তবে হ্যাঁ, তারা নিজেদের পরিচয় গোপন রাখার অনুরোধ করেছিল। কিন্তু তাদের সততা এবং দায়িত্ববোধের প্রশংসা করে স্থানীয় প্রশাসন এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তাদের পরিচয় প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুনঃ অযোগ্য চাকরিহারাদের বড় ঝটকা দিল হাইকোর্ট
রহস্য ছড়িয়ে পড়ছে এই ঘটনা নিয়ে
যদিও এই সম্পদ কীভাবে, কবে সেখানে আসলো তা নিয়ে চলছে ধোঁয়াশা। সূত্র বলছে, বাক্সের ভিতরে থাকা কিছু সোনার কয়েনের গায়ে খোদাই করা ছিল 1921 সাল। তাই হয়তো অনুমান করা হচ্ছে যে, এটি হয়তো কোনও ধনী পরিবারের লুকিয়ে রাখা গুপ্ত সম্পদ, যা যুদ্ধ বা দাঙ্গার কারণে পাহাড়ে লুকিয়ে রাখা হয়েছিল।