অযোগ্য চাকরিহারাদের বড় ঝটকা দিল হাইকোর্ট

Published:

SSC Case
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: সুপ্রিম কোর্টের এক রায়ে 26 হাজার যোগ্য-অযোগ্য শিক্ষক-শিক্ষিকা চাকরি হারিয়ে পথে বসেছিলেন (SSC Case)। তবে ফের তারা আশার আলো দেখছিলেন। ভেবেছিলেন যে, নতুন নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে হয়তো চাকরির রাস্তা খুলে যাবে তাদের। তবে শেষমেষ আবারও হতাশ হতে হল অযোগ্য চাকরিহারাদের।

সূত্রের খবর, কলকাতা হাইকোর্ট এবার তাদের আবেদন গ্রহণ করতেই অস্বীকার করেছে। ফলত, আপাতত নতুন নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্য চাকরিহারা প্রার্থীদের অংশগ্রহণের রাস্তায় পুরোপুরি তালা লেগে গেল। 

সুপ্রিম কোর্টের নির্দেশ ও মুখ্যমন্ত্রীর ঘোষণা

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার বিকেলে নবান্নের সাংবাদিক বৈঠকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দেন যে, আমরা ইচ্ছাকৃতভাবে নয়, বরং সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই 30 মে মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে বাধ্য হচ্ছি। আর এবার 44,209 শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে। 

তিনি জানিয়েছিলেন, নতুন বিজ্ঞপ্তিতে আবেদন করা যাবে 14 জুন পর্যন্ত। এমনকি 15 নভেম্বর প্রকাশিত হবে প্যানেল এবং 20 নভেম্বর কাউন্সেলিং শুরু হবে। আর মোট শূন্যপদের মধ্যে আগে খারিজ হওয়া 24,200 টি প্যানেল বাতিল হওয়া পদের পাশাপাশি আরও 20 হাজার নতুন পথ যোগ করেছিল রাজ্য সরকার।

বাঁধা হয়ে দাঁড়ালো হাইকোর্ট

মুখ্যমন্ত্রী এই ঘোষণার পর আজ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল অযোগ্য তকমা পাওয়া চাকরিহারাদের একটি দল। তাদের যুক্তি ছিল যে, নতুন বিজ্ঞপ্তি প্রকাশ পেলে আমাদের চাকরি ফিরে পাওয়ার সম্ভাবনা হয়তো শেষ হয়ে যাবে। তারা আদালতের কাছে দাবি জানায়, যাতে তারা অন্তত আর একবার পরীক্ষায় বসতে পারে।

কিন্তু অবসরকালীন বেঞ্চের বিচারপতি সারথি চট্টোপাধ্যায় তাদের আবেদন খারিজ করেন। তিনি সাফ জানিয়ে দেন যে, এই বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশই রয়েছে। সেই নির্দেশের উপর কোনরকম সিদ্ধান্ত নেওয়ার অধিকার অবসরকালীন বেঞ্চের নেই।

আরও পড়ুনঃ ভারত-পাকিস্তান অশান্তির আবহে ফের মক ড্রিল! এবার কোন কোন রাজ্যে? দেখুন তালিকা

নতুন নিয়োগে চাকরিহারাদের জন্য থাকছিল সুবিধা

যদিও মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে, চাকরিহারাদের বয়সের ক্ষেত্রে এবার বিশেষ ছাড় দেওয়া হবে। পাশাপাশি যাদের অতীতে কাজের অভিজ্ঞতা আছে, তাদের অভিজ্ঞতার ভিত্তিতে বাড়তি নম্বর দেওয়ার সম্ভাবনাও ছিল। তবে তাতেও হতাশ হতে হল অযোগ্য চাকরিহারা প্রার্থীদের।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join