শেষ মুহূর্তে সিকিম সফর বাতিল! আলিপুরদুয়ারের কর্মসূচিতেও কোপ? আজ কী কী করবেন প্রধানমন্ত্রী

Published:

PM Narendra Modi
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজ অর্থাৎ ২৯ মে বৃহস্পতিবার, জোড়া কর্মসূচি নিয়ে আলিপুরদুয়ারে আসছেন নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। প্রধানমন্ত্রীর এই হঠাৎ সফরকে ঘিরে উত্তরবঙ্গ বিজেপিতে উৎসাহ বেশ তুঙ্গে। আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডের কর্মসূচিস্থলে পৌঁছোনোর আগে তাই চলছে জোর প্রস্তুতি। সব মিলিয়ে আজ ঠাসা কর্মসূচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কিন্তু শেষমুহূর্তে পরিকল্পনায় খানিক পরিবর্তন আসল প্রধানমন্ত্রীর সফরে। খারাপ আবহাওয়ার কারণে সিকিম সফর বাতিল করা হল।

শেষ মুহূর্তে সিকিম শহর বাতিল!

কেন্দ্রের অপারেশন সিঁদুর অভিযানের পরে আজ প্রথমবার বঙ্গে পদার্পণ করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একাধিক কেন্দ্রীয় প্রকল্প নিয়ে আসতে চলেছেন তিনি। আলিপুরদুয়ার ও কোচবিহারের জন্য সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন (সিজিডি) প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন থেকে শুরু করে ১০০-রও বেশি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শিল্পকারখানায় পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহ ইত্যাদি নানা কর্মসূচি উদ্বোধনের জন্য তিনি আজ বঙ্গে আসছেন।

কথা ছিল, দিল্লি এয়ারপোর্ট থেকে বিমানে বাগডোগরার উদ্দেশে রওনা দেবেন মোদি। সেখান থেকে হেলিকপ্টারে সিকিমের গ্যাংটকের উদ্দেশে উড়ে যাবেন তিনি। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় তা হল না।

সভাকে ঘিরে জোর প্রস্তুতি!

জানা গিয়েছে আজ, সিকিমের পূর্ণাঙ্গ রাজ্যের স্বীকৃতি পাওয়ার ৫০ বছরের পূর্তি উপলক্ষে সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কিন্তু শেষ মুহূর্তে সিকিমে ঝটিকা শহর বাতিল করল প্রধানমন্ত্রী। জানা গিয়েছে সশরীরে উপস্থিত না হলেও বাগডোগরা বিমানবন্দর থেকে ভারচুয়ালি সিকিমের অনুষ্ঠানে যোগ দেবেন মোদি। তবে আলিপুরদুয়ারের কর্মসূচিতে কোনও বদল হচ্ছে না আপাতত। এদিকে এই সভা উপলক্ষে শহরে ভিআইপি গাড়ি ছাড়া কোনও গাড়ি ঢুকতে দিচ্ছে না পুলিশ। সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত শহরের রাস্তায় টোটো চালানোতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আরও পড়ুন: এবার বাড়ির ঠিকানার জন্যও আধার! ইউনিক আইডি নিয়ে পরিকল্পনা করছে কেন্দ্র

এদিকে আজকের এই অনুষ্ঠানে আলিপুরদুয়ার ছাড়াও জলপাইগুড়ি, কোচবিহার, শিলিগুড়ি এবং দার্জিলিং সাংগঠনিক জেলা থেকে বড় সংখ্যায় বিজেপি কর্মী-সমর্থকদের মোদীর সভায় নিয়ে যাওয়ার তোড়জোড় চলছে। এমনকি দুই দিনাজপুর এবং মালদহ থেকেও বেশ কিছু বিজেপি কর্মী-সমর্থক আলিপুরদুয়ারে পৌঁছোবেন। সকলেই আগ্রহের ভঙ্গিতে অপেক্ষা করছেন যে এদিন প্রধানমন্ত্রী ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বলার পাশাপাশি উত্তরবঙ্গের বিষয়ে বিশেষ কোনও বার্তা দেয় কি না।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join