ঘনিয়ে আসছে ট্রাম্পের সময়? বিরাট বার্তা দিয়ে ডোনাল্ডের প্রশাসন থেকে পদত্যাগ মাস্কের

Published:

trump musk
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: “আমার নির্ধারিত সময় শেষ হয়ে আসছে।” – এই এক বাক্যের মাধ্যমেই মার্কিন রাজনীতির কেন্দ্রে যেন ঘূর্ণিঝড় সৃষ্টি করে দিল টেসলা ও স্পেসএক্সের কর্তা ইলন মাস্ক (Elon Musk)। হ্যাঁ, ঠিক তার কিছুক্ষণের মধ্যেই ঘোষিত হল তার বিদায়! ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টা হিসেবে এবার মাস্কের অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো।

বিদায় বার্তায় মাস্কের বক্তব্য

মার্কিন যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী বুধবার রাতে নিজের এক্স হ্যান্ডেলে মাস্ক লেখেন, আমার নির্ধারিত সময়কালের মধ্যে একটি বিশেষ সরকারি পদ হিসেবে আমার দায়িত্ব শেষ হল। আমি অপব্যয় ব্যয় কমানোর সুযোগ দেওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অসংখ্য ধন্যবাদ জানাই। @DOGE মিশন সময়ের সঙ্গে সঙ্গে আরও শক্তিশালী হবে এবং এটি সরকারের প্রধান হাতিয়ার হয়ে উঠবে। আর এই এক পোষ্টের মাধ্যমে তিনি স্পষ্ট করে দেন যে, তিনি আর প্রশাসনের কোনও অংশ নন। 

ট্রাম্পের বিল নিয়ে তীব্র সমালোচনা

তবে ইলেন মাস্কের এই বিদায়ের পেছনে শুধুমাত্র সময় শেষ হয়ে যাওয়া নয়! হ্যাঁ, তিনি নিজেই স্পষ্ট করে দিয়েছিলেন দিনকয়েক আগে। CBS-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বিল বড় হতে পারে, সুন্দরও হতে পারে। তবে একসঙ্গে দুটো হওয়া মুশকিল আছে। তিনি স্পষ্ট করে দেন যে, এই বিল আসলে এক বিপুল ব্যয়ের প্যাকেজ, যা সরকারের অপব্যয় ব্যয়ের প্রতিশ্রুতিকে আরও প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে। এমনকি এই মন্তব্যের জের তীব্র প্রতিক্রিয়া দেখা যায় মার্কিন রাজনৈতিক মহলে।

প্রসঙ্গত, মাস্কের এই বক্তব্যে সুর মিলিয়েছেন একাধিক রিপাবলিকান নেতা। একজন বলেন, ইলন মাস্কের হতাশার সঙ্গে আমি একমত। আমরা ব্যয় কমানোর বিষয়ে যদি সত্যিই একজোট হই, তাহলে এই বিল নিয়ে আমাদেরকে আরও কাজ করতে হবে। 

আরও পড়ুনঃ ভারতের সঙ্গে বেইমানিতে না! ইরানে বেইজ্জত পাকিস্তান, মুখ পুড়ল শেহবাজের

ট্রাম্পের পাল্টা জবাব

তবে সমালোচনার জবাব দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি বিলের সমস্ত দিক নিয়ে খুশি না হলেও কিছু দিক নিয়ে সত্যিই উৎসাহিত। এটি দীর্ঘ জটিলতার ফল। দেখা যাক ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড়ায়। 

প্রসঙ্গত, মাস্কের এই বিদায় শুধুমাত্র পদত্যাগ নয়, বরং যুক্তরাষ্ট্রের রাজনৈতিক টানাপোড়েনেরও প্রতিচ্ছবি। যেখানে একদিকে অপব্যয় ব্যয়ের প্রতিশ্রুতি, আর অন্যদিকে নির্বাচনের আগে অর্থনৈতিক ইস্যুতে ভোটারদের মন জয় করার চেষ্টা চলছে, তার মধ্যে মাস্ক বার্তা রেখে গেলেন, উন্নয়ন হোক, তবে সেটি যেন ভবিষ্যতের ঘাড়ে কোনরকম বোঝা না ফেলে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join