পোস্ট অফিসে বিনিয়োগের আগে সাবধান! এই ভুলে সুদ কমবে ২.৭%

Published on:

Post Office Scheme

সৌভিক মুখার্জী, কলকাতা: অনেকেই স্বল্প সঞ্চয়ের মাধ্যমে ভবিষ্যতে মোটা অঙ্কের ফান্ড গড়ে তুলতে চায়। আর তার জন্য পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিম (Post Office Scheme) সবথেকে জনপ্রিয়। কারণ, এখানে ঝুঁকিহীন, নিরাপদ এবং সরকারের গ্যারান্টিযুক্ত সুবিধা পাওয়া যায়। এমনকি প্রতিমাসে নির্দিষ্ট পরিমাণ টাকা জমিয়ে 5 বছর পর মোটা অঙ্কের রিটার্ন মেলে। এমনকি তার উপর পাওয়া যায় সুদ। আর এই কারণেই পোস্ট অফিসের আরডি স্কিমকে সবাই বেছে নেন।

কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন, একটি ছোট ভুল করলেই এই স্কিমের সুদের হার কমে গিয়ে 6.7% থেকে একেবারে 4%-এ নেমে আসতে পারে? হ্যাঁ, এই ভুল সম্পর্কে অনেকেই জানেনা। আর এই এক ভুলের মাধ্যমেই কয়েক হাজার টাকা ক্ষতি হয়ে যায়। তো চলুন সেই ভুল সম্পর্কে জেনে নিই আজকের প্রতিবেদনে।

আরডি স্কিম কী এবং কেন এটি জনপ্রিয়?

পোস্ট অফিসের আরডি স্কিমের নির্দিষ্ট অঙ্কের টাকা জমা রাখতে হয়। এখানে আপনি নিজের টাকা নিয়ম করে সেভ করবেন, আর মেয়াদ পূর্ণ হলে সেই টাকা সুদসহ ফেরত পাবেন। বলে রাখি, ব্যাঙ্ক বা পোস্ট অফিস, উভয়ই আরডি স্কিমের সুবিধা দেয়। তবে পোস্ট অফিসের আরডি স্কিম নির্ধারিত মেয়াদে বছরে 6.7% সুদ দেয়। তাই অনেকেই বিনিয়োগের সেরা বিকল্প হিসেবে পোস্ট অফিসকেই বেছে নেন।

এই ভুল করলেই সুদ কমে যাবে 2.7%

যদি মেয়াদ পূর্ণ হওয়ার আগে আরডি স্কিম বন্ধ করে দেন, তাহলে পোস্ট অফিস এই স্কিমে 6.7% সুদের বদলে মাত্র 4% সুদ দেবে। হ্যাঁ, যা পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের সুদের হার।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

ধরুন, প্রতি মাসে আপনি এই স্কিমে 2000 টাকা করে জমা দেন। এবার পাঁচ বছরে আপনার মোট 1,20,000 টাকা জমা হবে। এবার ওই টাকার উপর যদি 6.7% হারে সুদ যোগ হয়, তাহলে মিলবে 1,42,000 টাকা। তবে আপনি যদি মাঝপথে স্কিমটি বন্ধ করে দেন, তাহলে রিটার্ন মিলবে মাত্র 1,36,000 টাকা। অর্থাৎ, প্রায় 6000 টাকা ক্ষতি।

কখন স্কিম বন্ধ করতে পারবেন?

নিয়ম বলছে, পোস্ট অফিসের আরডি স্কিমের অ্যাকাউন্ট খোলার পর কমপক্ষে তিন বছর পার হলে তবে আপনি প্রিম্যাচিউর ক্লোজার করতে পারবেন। তবে যদি পাঁচ বছর পূর্ণ হওয়ার একদিন আগেও স্কিম বন্ধ করে দেন, তাহলে সেই 4% হারেই সুদ পাবেন।

থাকছে মেয়াদ বাড়ানোর সুবিধা

সবথেকে বড় ব্যাপার, যদি আপনি চান, তাহলে পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার পর আবার মেয়াদ বাড়াতে পারেন। তবে হ্যাঁ, সেটা করতে গেলে পোস্ট অফিসে গিয়ে আলাদাভাবে আবেদন করতে হবে। আর এক্ষেত্রে অ্যাকাউন্ট খোলার সময় যে হারে সুদ দেওয়া হত, সেই সুদই বজায় থাকবে।

আরও পড়ুনঃ রেশন কার্ডে প্রতি মাসে মিলবে ১০০০ টাকা! বিরাট উদ্যোগ সরকারের

কারা এই স্কিমের অ্যাকাউন্ট খুলতে পারবে?

জানা যাচ্ছে, 18 বছরের ঊর্ধ্বে যেকোন ব্যক্তি নিজের নামে পোস্ট অফিসের আরডি স্কিমের অ্যাকাউন্ট খুলতে পারবে। তবে অভিভাবকরা সন্তানের নামেও অ্যাকাউন্ট খুলতে পারবে। এমনকি 10 বছরের বেশি বয়সী শিশুরাও যদি তারা সঠিকভাবে সই করতে পারে, তারা আবেদন করতে পারবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥