বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ চলছিল। ব্যাট হাতে স্ট্রাইকে ছিলেন বাংলাদেশের ব্যাটসম্যান রিপন মন্ডল, বিপরীত দিক থেকে বল নিয়ে তেড়ে আসছিলেন দক্ষিণ আফ্রিকার বোলার শোপে এনতুলি। বল ব্যাটের সংস্পর্শে আসতেই সোজা ছক্কা! ওপার বাংলার ব্যাটসম্যানের কাছে ছয় খেয়ে মেজাজ হারালেন প্রোটিয়া বোলার। চোটে গিয়ে রাগের বশে বাংলাদেশের (Bangladesh) ব্যাটসম্যান রিপনকে শারীরিক হেনস্থারও অভিযোগ উঠেছে ওই বিদেশির বিরুদ্ধে।
বাংলাদেশের মাটিতেই রিপনকে মারধর বিদেশির!
মঙ্গলবার থেকে ওপার বাংলার মিরপুরে শুরু হয়েছে এমার্জিং ক্রিকেটারদের টেস্ট। সেই আসরেই টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের উঠতি ক্রিকেটারদের অধিনায়ক শাহদাত হোসেন। প্রথমদিকে একেবারে নির্ঝঞ্ঝাটে চলছিল ম্যাচ। দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণ ও বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং দাপটের মাঝে আচমকা তৈরি হল বিশৃংখল পরিস্থিতি। ঘটনাটি ঘটেছিল বুধবার।
বাংলাদেশের ইনিংস তখন 104 ওভারে। স্ট্রাইকে রয়েছেন ওপার বাংলার রিপন মন্ডল। বল হাতে তাঁর দিকে তেড়ে আসছেন প্রোটিয়া বোলার এনতুলি। এরপরই ওভারের একেবারে প্রথম বলেই স্টেপ আউট করে দক্ষিণ আফ্রিকান বোলারকে ছক্কা মারেন বাংলাদেশের হয়ে 9 নম্বরে ব্যাট করতে আসা রিপন। আর এটাই হয়েছিল তাঁর ভুল! একজন বোলার বোলারকে ছক্কা মারতে পারেনা?
প্রশ্নটা, খুব বোকা বোকা হলেও এদিন বাংলাদেশের মতো দলের একজন বোলারের কাছে ছয় খেয়ে বিষয়টাকে একেবারে হৃদয় নিয়ে নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ওই বোলার। হটাৎই চোটে যান এনতুলি। দ্রুত এগিয়ে যান রিপনের দিকে। বাংলাদেশ ব্যাটারের দিকে এগিয়ে যেতেই প্রথমে তাঁকে ধাক্কা মারেন এনতুলি। অন্যদিকে ওপার বাংলার ওই ব্যাটসম্যান প্রতিপক্ষ ক্রিকেটারকে হাত দিয়ে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তাতে মন গলেনি বিদেশির।
বারবার রিপনের গায়ে হাত তোলার চেষ্টা করছিলেন ওই বোলার। আর তাতেই শুরু হয় তুমুল ঝামেলা! পরিস্থিতি বেগতিক দেখে ছুটে আসেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার। এসেছিলেন আম্পায়াররাও। এসবের মাঝেই হঠাৎ করে রিপনের মাথা ধরে ঝাঁকিয়ে দেন এনতুলি। তাতে মেজাজ আর ধরে রাখতে পারেননি বাংলাদেশের ওই ক্রিকেটার। রিপনও বিদেশিকে পাল্টা আক্রমণ করে বসে। মোটামুটি হাতাহাতির উপক্রম হবে এমন সময়ে কোনও মতে ঘটনাস্থল থেকে দুজনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। যেই ঘটনা প্রকাশ্যে আসতেই ছি ছি পড়ে গিয়েছে নানা মহলে।
অবশ্যই পড়ুন: IPL শেষে শুরু হবে ভারত বনাম ইংল্যান্ড দ্বৈরথ! কীভাবে, কোথায় সম্পূর্ণ বিনামূল্যে দেখবেন টেস্ট সিরিজ?
শাস্তি পেতে পারেন দুই ক্রিকেটারই
ম্যাচ চলাকালীন আচমকা দুই উদীয়মান তারকার এমন স্পর্ধা ও আচরণে যথেষ্ট ক্ষুব্ধ ও বিস্মিত ম্যাচ রেফারি সেলিম আহমেদ। তাঁর বক্তব্য ছিল, আম্পায়ারদের রিপোর্ট খতিয়ে দেখার পরই সিদ্ধান্ত নেওয়া হবে। এই ম্যাচ প্রথম শ্রেণীর মর্যাদা পাচ্ছে না। খুব সম্ভবত অগ্রহণযোগ্য আচরণের কারণে দুই ক্রিকেটারকে শাস্তি দেওয়া হতে পারে বলেও জানিয়েছেন ওই ম্যাচ রেফারি।