এক মাসেই ১.৫৫ লক্ষ গ্রাহক হারাল BSNL, ওদিকে ফুলে-ফেঁপে উঠল JIO-র ব্যবসা

Published on:

BSNL and Jio

সৌভিক মুখার্জী, কলকাতা: এপ্রিলে 26 লক্ষ নতুন গ্রাহক পেয়েছে জিও! অন্যদিকে ভরাডুবিতে পড়েছে BSNL! ভারতের টেলিকম পরিষেবায় সদ্য প্রকাশিত TRAI-র এক রিপোর্টে দেখা যাচ্ছে চমক। এপ্রিল মাসে নতুন করে প্রায় 19 লক্ষ 45 হাজার মোবাইল গ্রাহক যুক্ত হয়েছে। এর ফলে ভারতের মোট মোবাইল ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 115.89 কোটি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আর এই বিপুল সংখ্যার মধ্যে রেকর্ড গড়েছে জিও। একমাত্র এই সংস্থার এপ্রিল মাসে সাবস্ক্রাইবার বেড়েছে 26.44 লক্ষ। ফলে জিওর মোট গ্রাহক সংখ্যা এখন দাঁড়িয়েছে 47.24 কোটিতে। আর এই বিপুল সংখ্যক গ্রাহকই তাদের দেশের সর্ববৃহৎ টেলিকম অপারেটর হিসেবে তুলে এনেছে। 

এয়ারটেলের অবস্থা কীরকম?

এদিকে দ্বিতীয় স্থানে থাকা এয়ারটেলও এপ্রিল মাসে কিছুটা সংযোজন ঘটিয়েছে তাদের গ্রাহক সংখ্যায়। সংস্থাটি নতুন করে প্রায় 1.70 লক্ষ সাবস্ক্রাইবার পেয়েছে। যার ফলে মোট গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এবার 38.99 কোটিতে। 

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

BSNL ও Vi-র দুর্দশা

যেখানে জিও এবং এয়ারটেল রেকর্ড গড়ছে, সেখানে BSNL ও Vi-র কার্যত মুখ থুবড়ে পড়েছে। BSNL গত দুই মাসে নতুন গ্রাহক পাওয়ার পর এপ্রিল মাসে হঠাৎ 1.55 লক্ষ গ্রাহক হারিয়ে ফেলেছে। বর্তমানে BSNL-র মোট সাবস্ক্রাইবার সংখ্যা দাঁড়িয়েছে মাত্র 9.09 কোটিতে। 

ওদিকে Vi-র অবস্থাও খুব একটা ভালো নয়। এই সংস্থাটি এপ্রিল মাসে প্রায় 6.47 লক্ষ গ্রাহক হারিয়ে ফেলেছে। যার ফলে তাদের এখন সাবস্ক্রাইবার সংখ্যা দাঁড়িয়েছে মাত্র 20.47 কোটিতে।

আরও পড়ুনঃ পোস্ট অফিসেই মিলবে পরিষেবা, বদলে যাচ্ছে পাসপোর্টের ৫ নিয়ম

নম্বর পোর্টেবিলিটির রেকর্ড

হিসাব বলছে, গত মাসেই 134.8 লক্ষ গ্রাহক নম্বর পোর্টেবিলিটির জন্য আবেদন করেছে। অর্থাৎ, গ্রাহকরা নিজেদের পুরনো মোবাইল নম্বর রেখে অন্য অপারেটরে যেতে চাইছে। ফলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে, গ্রাহকরা ভালো পরিষেবার খোঁজ করছে। 

এমনকি শুধু মোবাইল পরিষেবা নয়, ব্রডব্যান্ডের ক্ষেত্রেও দেখা গিয়েছে মন্দা। 2025 এর মার্চ মাসে যেখানে মোট ব্রডব্যান্ড গ্রাহক সংখ্যা 24.41 কোটি ছিল, সেখানে এপ্রিল মাসে কমে দাড়িয়েছে 94.30 কোটিতে। শতাংশের হারে এই পতন প্রায় 0.11%।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group