WBCS পরীক্ষায় বাধ্যতামূলক নয় বাংলা! এবার রাজ্য সরকারের বিরুদ্ধে মাঠে বাংলাপক্ষ

Published:

garga bangla pokkho wbcs exam
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা ভাষার পেপার বাধ্যতামূলক করার জন্য দুই বছর আগে বাংলা পক্ষ (Bangla Pokkho) লড়াই চালিয়ে গিয়েছিল রাজ্য সরকারের বিরুদ্ধে। অবশেষে সেই প্রতিবাদের দাবি মেনে ২০২৩ সালের ১৫ মার্চ গেজেট নোটিফিকেশন করেছিল রাজ্য সরকার। সেখানেই জানিয়ে দেওয়া হয়েছিল যে WBCS এ ৩০০ নম্বরের বাংলা পেপার বাধ্যতামূলক করা হচ্ছে। এবং পাহাড়ের জন্য নেপালী অপশন হিসাবে রাখা হয়েছিল। রাজ্যের এই সিদ্ধান্তে সাধুবাদ জানিয়েছিল আপামর বাঙালি। তবে এবার সেই সিদ্ধান্ত রদবদল হল।

গর্জে উঠল বাংলা পক্ষ

জানা গিয়েছে WBCS পরীক্ষায় বাংলা ভাষা সম্পূর্ণরূপে বাতিল করে সেখানে হিন্দি এবং উর্দু ভাষা ঢোকানো হয়েছে। তাই নিয়ে এবার ফের তীব্র বিরোধিতা করল বাংলা পক্ষ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বাংলা পক্ষের ফেসবুক পেজে লাইভ করে এই সিদ্ধান্তের বিরোধিতা করে দলের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়ে দেন, “ WBCS-এ বাংলা বাধ্যতামূলক বাতিল করে হিন্দি উর্দু ঢুকিয়ে বাঙালি জাতির সঙ্গে চরম বেইমানি করেছে শাসকদল তৃণমূল। যেহেতু হিন্দি-উর্দু ঢোকানো বিজেপির পছন্দ এবং সেটা করতে গিয়েই তৃণমূল বেইমানি করেছে।” এমনকি তিনি সংবাদমাধ্যমকেও এ নিয়ে কটাক্ষ করেছেন

বহিরাগত তোষণকারী তৃণমূল সরকারকে ধিক্কার! তৃণমূল বাংলার নিজের দল হলে বাংলা বাধ্যতামূলক করে পিছিয়ে আসত না। WBCS-এ বাংলা…

Posted by Saheb Saheb on Thursday, May 29, 2025

সংবাদ মাধ্যম নিয়েও উঠল একাধিক অভিযোগ

এদিন লাইভ ভিডিওতে গর্গ চট্টোপাধ্যায় তৃণমূল সরকারকে বহিরাগত এবং তোষণকারী হিসেবে ধিক্কার জানিয়েছিলেন। এমনকি রাজ্য সরকারের এই বিশ্বাসঘাতকতা মূলক সিদ্ধান্তের বিরুদ্ধে পথে নামার হুংকারও দিয়েছিলেন তিনি। পাশাপাশি জনপ্রিয় সংবাদমাধ্যমকেও রীতিমতো তুলনা করে ছেড়েছেন বাংলা পক্ষের সম্পাদক। এদিন তিনি বলেন, “দিন রাত তৃণমূলের মুন্ডুপাত করা বিজেপির চ্যানেল এবিপি বা রিপাবলিক এই নিয়ে কোনোদিনও মুখ খুলবে না। তাই বাঙালি জাতিকেই তৃণমূলের বেইমানির জবাব দিতে হবে। WBCS-এ বাংলা বাধ্যতামূলক হলে তবে ভোট, নাহলে ফোট!”

আরও পড়ুন: সিকিম ঘুরতে যাওয়াই হল কাল! নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকদের নিয়ে ১০০০ ফুট গভীরে পড়ল গাড়ি

প্রসঙ্গত ভারতের প্রতিটা রাজ্যে সিভিল সার্ভিসে সেই রাজ্যের ভাষার পেপার বাধ্যতামূলক। বিহারে যেমন হিন্দি, গুজরাটে গুজরাটি, মহারাষ্ট্রে মারাঠি, উত্তর প্রদেশ ও মধ্য প্রদেশে হিন্দি, কর্ণাটকে কন্নড় ইত্যাদি। এমনকি উড়িষ্যায় সিভিল সার্ভিসে বসতে গেলে ওড়িয়া মাধ্যমে পড়াশোনা করতে হয় বা মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিকে ওড়িয়া বিষয় হিসাবে থাকতেই হয়। ঠিক তেমনই তামিলনাড়ুতে তামিল, এমনকি বাম শাসিত কেরালাতেও মালায়লম সাবজেক্ট বাধ্যতামূলক৷ তাই বাংলা ভাষার ওপর পরীক্ষা নিয়ে এক বিরাট চাপের মুখে পড়তে হল ফের রাজ্যকে।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join