নরেন্দ্র মোদির সাথে হঠাৎ দেখা বৈভব সূর্যবংশীর! কাঁধে স্নেহের হাত রেখে কী বললেন প্রধানমন্ত্রী?

Published on:

Vaibhav Suryavanshi meets Prime Minister Narendra Modi at Patna airport

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুধুই বড়দের খেলা নয়, প্রমাণ করেছেন তিনি। এবারের IPL-এ নিজের ক্রিকেটীয় দক্ষতা দেখিয়ে হয়ে উঠেছেন সেনসেশন (Vaibhav Suryavanshi)। এবার সেই ছোট্ট বৈভব সূর্যবংশীর সাথে হঠাৎ দেখা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

পাটনা বিমানবন্দরে মাননীয়কে দেখতেই পা ছুঁয়ে প্রণাম করলেন বৈভব। এদিন পাশে উপস্থিত ছিলেন বাবা সঞ্জীব সূর্যবংশীও। IPL-র কনিষ্ঠতম সেঞ্চুরিয়ানকে সামনে পেয়েই তাঁর কাঁধে স্নেহের হাত রাখেন প্রধানমন্ত্রী মোদিও। যেই দৃশ্য ও ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেট মাধ্যমে।

প্রধানমন্ত্রীর X পোস্ট

পাটনা বিমানবন্দরে ভারতীয় ক্রিকেটের উদীয়মান তারকা বৈভবের সাথে দেখা করে তাঁকে আগামী দিনে পথ চলার উপদেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এরপরই IPL স্টারের সাথে দেখা করে ফিরে এসে নিজের X হ্যান্ডেলে বেশ কিছু ছবি শেয়ার করে প্রধানমন্ত্রী লিখেছেন, পাটনা বিমানবন্দরে তরুণ ক্রিকেট প্রতিভা বৈভব সূর্যবংশী ও তাঁর পরিবারের সাথে দেখা, তাঁর ক্রিকেট দক্ষতা সর্ব মহলেই প্রশংসিত হচ্ছে! তাঁর ভবিষ্যৎ প্রচেষ্টার জন্য শুভকামনা জানাই।

দুর্দান্ত ছন্দে বৈভব

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অভিষেক হতেই নিজের আসল জাত চিনেছিলেন সূর্যবংশী। তবে প্রথম ম্যাচে স্বপ্ন পূরণ না হলেও গুজরাতের বিরুদ্ধে মাঠে নামতেই নিজেকে সম্পূর্ণ উজাড় করে দিয়েছিলেন বিহারের এই কিশোর। এদিন ব্যাট হাতে বিশ্বের তাবড় তাবড় বোলারদের ওপর ছুরি ঘুরিয়ে 7টি চার ও 11টি ছয় সহযোগে 38 বলে 101 রানের বিরাট ইনিংস খেলেছিলেন সূর্যবংশী। আর এরপর থেকেই আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন তিনি।

অবশ্যই পড়ুন: সর্বশক্তি দিয়ে হবে কামব্যাক, ৮ বিদেশিকে সই করাচ্ছে ইস্টবেঙ্গল! দেখে নিন তালিকা

বলে রাখি, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এ যাত্রায় আশা শেষ হয়েছে রাজস্থান রয়্যালসের। সেই সূত্রেই, সূর্যবংশীর ব্যাটিং দেখতে হলে আগামী সিজন পর্যন্ত অপেক্ষা করতে হবে ভক্তদের। যদিও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যাট হাতে ক্ষমতা দেখিয়ে ভারতের অনূর্ধ্ব-19 দলের ইংল্যান্ড সফরে জায়গা পেয়েছেন বৈভব। তাছাড়াও ঘরোয়া ক্রিকেট তো রয়েছেই। তবে সবকিছুর পাশাপাশি বৈভব এ কথা প্রমাণ করেছেন, ক্রিকেটের কোনও বয়স হয় না।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥