শিক্ষকদের উপর লাঠিচার্জের প্রতিবাদ, ফের বড় কর্মসূচীর ঘোষণা চাকরিহারাদের

Published:

SSC
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: গত বৃহস্পতিবার রঘুনাথগঞ্জে ২০১৬ সালের এসএসসি (SSC) আন্দোলনকারী এক চাকরিহারা শিক্ষকের মৃত্যুকে ঘিরে শুরু হয়েছে ধুন্ধুমার কাণ্ড। জানা গিয়েছে ব্রেন স্ট্রোকে মৃত্যু হয়েছিল বছর ৩৪ এর সেই শিক্ষকের। চাকরি নিয়ে তীব্র মানসিক চাপে ভুগছিলেন তিনি। তবে তিনি শুধু একা নন, একাধিক ব্যক্তি দিনরাত দুশ্চিন্তা করে চলেছেন। আর এই আবহে ফের আন্দোলনের পথ বেছে নিলেন তাঁরা। অর্ধনগ্ন প্রতিবাদে মগ্ন হলেন চাকরিহারাদের একাংশ।

শুরু হয় পুলিশের লাঠিচার্জ

গতকাল অর্থাৎ শুক্রবার সকাল ১১টা নাগাদ শিয়ালদা থেকে চাকরিহারাদের অর্ধনগ্ন মিছিল শুরু হওয়ার কথা ছিল। তাই সেখানে জড়ো হতে শুরু করেছিল। এদিকে শিয়ালদা স্টেশন চত্বরে পুলিশে পুলিশে ছয়লাপ। মোতায়েন করা হয়েছে পুলিশের বিশাল বাহিনী। এরপর দুপুর গড়াতেই বিকাশ ভবনের সামনে উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে বলে অভিযোগ। চাকরিহারাদের মিছিল রুখতে রীতিমত মরিয়া হয়ে ওঠে মমতা পুলিশ। শুরু হয় লাঠিচার্জ। এর পরে চাকরিহারাদের টেনে-হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলতে দেখা যায় পুলিশকে।

চাকরিহারাদের প্রতিবাদ

নিজেদের হকের চাকরি ফিরে পেতে গর্জে ওঠে চাকরিহারারা। প্রিজন ভ্যানে উঠতে উঠতেই খালি গায়ে এক চাকরিহারা ক্যামেরার সামনেই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, “মেরে ফেলুক, গুলি চালাক।” পাশাপাশি আরও এক চাকরিহারা বলেন, “সরকারের দুর্নীতির কারণে আজ আমরা চাকরিহারা হতে বাধ্য হয়েছি। এই সরকারকেই আমাদের পোশাক ফিরিয়ে দিতে হবে। কীভাবে দেবেন সেটা ওনাদের ব্যাপার। বিভিন্ন লোকে বিভিন্ন প্রশ্ন করছে। তার উত্তর দেওয়া আর এখানে উলঙ্গ হয়ে থাকা একই ব্যাপার।” রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা জুড়ে।

আরও পড়ুন: শুধু পঞ্চম নয়, DA মামলার প্রভাব পড়বে ষষ্ঠ বেতন কমিশনেও? বড় তথ্য ফাঁস

এদিকে এসএসসি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করার পরেই গতকাল কমিশনের তরফে প্রকাশিত করা হল নিয়োগের বিজ্ঞপ্তি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আগামী ৩১ মে-র মধ্যেই চাকরির নোটিফিকেশন দিয়ে দিল রাজ্য সরকার। আগামী ১৬ জুন থেকে চাকরির আবেদন করা যাবে। তবে এই আবেদনের ক্ষেত্রেও সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। আগামী ১৪ জুলাই অনলাইনে চাকরির আবেদনের শেষ দিন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

ওদিকে লাঠিচার্জের প্রতিবাদে আগামীকাল রবিবার চাকরিহারারা গোটা রাজ্যজুড়ে রাজ্য সরকার ও পুলিশকে ধিক্কার জানিয়ে মিছিল করবে বলে ঘোষণা করেছে।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join