বিক্রম ব্যানার্জী, কলকাতা: তাঁর চলে যাওয়া কাঁদিয়েছিল মেরিনার্সদের। সবুজ মেরুন জনতার অন্যতম প্রিয় পাত্র তিনি। দীর্ঘ সময় মোহনবাগান অ্যাথলেটিকের (Mohun Bagan) হয়ে মাঠ কাঁপিয়েছেন এই বিদেশি ফুটবলার। এবার সেই মহাতারকাই নাকি ফিরছেন ভারতে। সূত্রের খবর, ফের আই লিগে পাড়ি জমাতে পারেন এই বাগান প্রাক্তনী! কিন্তু কোন দলে খেলবেন? সবুজ মেরুন শিবিরে নিশ্চয়ই? সূত্র বলছে, মোহনবাগানে নয়, বরং অন্য দলের হয়ে খেলতে আসছেন হাইতির এই ধুরন্ধর ফুটবলার।
কে তিনি?
তিনি ছিলেন মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের প্রাণভোমরা। সবুজ মেরুন জার্সি গায়ে বহুবার সমর্থকদের মনে খুশির জোয়ার বইয়ে দিয়েছিলেন তিনি। এবার সেই হাইতিয়ান ফুটবলার সোনি নর্ডি ফিরছেন ভারতে। বেশ কয়েকটি সূত্র অনুযায়ী, ভারতীয় ফুটবলে নাকি কামব্যাক করছেন সোনি! যা শোনা যাচ্ছে, এদেশে ফিরেই আই লিগের ম্যাচ গুলিতেও অংশ নিতে পারেন নর্ড! কিন্তু কোন দলে খেলবেন? জানা গিয়েছে সে খবরও।
কোন দলে খেলবেন সোনি?
2019 সালে সমর্থকদের কাঁদিয়ে মোহনবাগান ছেড়েছিলেন হাইতির এই দাপুটে ফুটবলার। এরপর দীর্ঘ 6 বছর কেটে গেলেও ভারতীয় ফুটবলে দেখা মেলেনি তাঁর। যদিও মাঝেমধ্যে বাগানের সাফল্যে প্রশংসার সুর চড়িয়েছিলেন সোনি। শোনা যাচ্ছে এবার সেই ফুটবলারই নাকি ভারতীয় ফুটবলে ফিরছেন, খেলবেন আই লিগেও! মোহনবাগানে নিশ্চয়ই? সূত্র তেমনটা বলছে না।
জানা যাচ্ছে, দীর্ঘ কয়েক বছর পর ভারতীয় ফুটবলে পা রাখলেও সবুজ মেরুন জার্সি গায়ে তুলবেন না সোনি! খোঁজ নিয়ে জানা গেল, ডায়মন্ড হারবার এফসির তরফে নাকি তাঁকে বড় অঙ্কের প্রস্তাব দেওয়া হয়েছে। সেই সূত্রে বলে রাখি, সম্প্রতি আই লিগে যোগ্যতা অর্জন করেছে ডায়মন্ড হারবার এফসি।
আর সেই আসরে নামার আগেই একজন দক্ষ মিড-ফিল্ড জেনারেলকে সই করানোর চিন্তায় রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল। আর সেই সূত্র ধরেই শোনা যাচ্ছে, ট্রান্সফার মার্কেট খোলার আগেই সোনির চুক্তি পাকা করতে চাইছে ডায়মন্ড হারবার! যদিও হাইতিয়ান ফুটবলারকে নিয়ে তৈরি হয়েছে সংশয়।
অবশ্যই পড়ুন: ভারত-পাক সংঘাতের জের, অমৃতসর-ওয়াঘা সীমান্তে ১২০০০০০০০০০০ টাকার ক্ষতি!
আদৌ ভারতীয় ফুটবলে প্রত্যাবর্তন হবে সোনির?
ডান পায়ের হাঁটুতে চোট নিয়ে বেশ খানিকটা সময় ভোগার পর অবশেষে 2018 সালে সোনি নর্ডকে ছেড়ে দেয় মোহনবাগান। আর এর পরের বছরই ভারত ছেড়ে দেশ
ফিরে যান তিনি। তবে, ভারত থেকে চলে যাওয়ার আগে সোনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, যদি কখনও ভারতীয় ফুটবলে খেলতে আসেন তবে মোহনবাগানের হয়েই খেলবেন! কিন্তু সেই প্রতিশ্রুতি কি আগামীতে রাখা হবে! সংশয় রয়েছে অনেকেরই।
বলা বাহুল্য, বর্তমানে ইন্দোনেশিয়ার লিগ-1 টুর্নামেন্ট খেলতে ব্যস্ত সোনি। এই প্রতিযোগিতায় মালুট ইউনাইটেড এফসির হয়ে মাঠে নামছেন তিনি। সূত্রের যা খবর, খুব শীঘ্রই নাকি মালুটের সাথে চুক্তি বাড়তে পারে সোনির! সে ক্ষেত্রে ইন্দোনেশিয়ার লিগ 1 টুর্নামেন্টের ওই দলের সাথে চুক্তি দীর্ঘায়িত হলে তিনি কীভাবে ভারতে আসবেন? প্রশ্নের পাশাপাশি সোনির প্রত্যাবর্তন নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।