‘ভুলেও ভারতের সীমান্তের ধার ঘেঁষবেন না!’ জনগণকে সতর্ক করলো চিনা দূতাবাস

Published:

India-China Tension
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারত এবং চিনের (India-China Tension) মধ্যে যে সাপে-নেউলে সম্পর্ক, তা কারও কাছেই অজানা নয়। তবে সাম্প্রতিক এক মন্তব্যে যেন উত্তেজনার পারদ আরও একধাপ বেড়ে গেল। হ্যাঁ এবার চিনা দূতাবাস সরাসরি হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিল, চিনের নাগরিকরা যেন ভুল করেও ভারত-নেপাল সীমান্তে না যায়। কারণ এতে নাকি তাদের আইনি জটিলতায় পড়তে হতে পারে। 

কী বলছে চিনা দূতাবাস?

প্রসঙ্গত, নেপালে অবস্থিত চিনা দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, চিনের নাগরিকরা যেন কোনোভাবেই ভারত-নেপাল সীমান্তে না যায়। বিশেষ করে কোনও ধরনের ভিসা বা অনুমতি ছাড়া। তারা বলছে, এই সীমান্ত এলাকায় ভারত এবং নেপাল যৌথভাবে নজরদারি বাড়িয়েছে। আর চেকিং-এর পদ্ধতিও অনেক জটিল। ফলে চিনা নাগরিকরা নিয়ম ভেঙ্গে এই এলাকায় যাওয়ার চেষ্টা করলে বিরাট সমস্যার মুখের পড়তে পারেন।

এমনকি চিনের এক সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, সম্প্রতি একাধিক চিনা নাগরিককে ভারতের সীমান্তরক্ষীরা অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে গ্রেফতার করে রেখেছে। তাদের ছেড়ে দেওয়ার নামগন্ধও করছে না।

ভারত এবং নেপালের সীমান্তের বর্তমানে কী পরিস্থিতি?

জানিয়ে রাখি, ভারত এবং নেপালের সীমান্তকে ওপেন বর্ডার বলা হয়, যা শুধুমাত্র ভারত এবং নেপালী নাগরিকদের জন্যই প্রযোজ্য। তারা নিজেদের পরিচয়পত্র দেখিয়ে ইচ্ছামতো সীমান্ত পারাপার করতে পারেন, কোনোরকম পাসপোর্ট দরকার পড়ে না। 

তবে বিদেশিদের ক্ষেত্রে এই বিষয়টি পুরো আলাদা। কোনও বিদেশি নাগরিক, বিশেষত চিনা নাগরিক হলে এই সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করতে গেলেই সে আইনি জটিলতায় পড়বে। এমনকি তাকে বড় ধরনের শাস্তির মুখোমুখিও পড়তে হবে।

চিনা দূতাবাসের সাম্প্রতিক বিবৃতি অনুযায়ী, ভারতের সীমান্ত আইন নাকি খুব জোরদার। যদি কেউ ইচ্ছাকৃতভাবে সীমান্ত পেরিয়ে যায়, তাহলে তাকে দুই থেকে আট বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হতে পারে। এমনকি এর সঙ্গে হতে পারে মোটা অংকের জরিমানা। আর মামলায় জামিন পাওয়ার সম্ভাবনাও অনেক সময় থাকে না। তাই চিন সতর্ক করেছে, যাতে চিনের নাগরিক সীমান্ত পেরানোর সাহস না দেখায়।

আরও পড়ুনঃ গোটা এলাকা হাতছাড়া! পাকিস্তানের সেনা, পুলিশকে খেদিয়ে সুরাব শহরে কবজা বালোচদের

জরুরী পরিস্থিতিতেও থাকছে সুবিধা

তবে চিনা দূতাবাস আরও জানিয়েছে যে, যদি কোনও চিনা নাগরিক জরুরী পরিস্থিতিতে পড়ে যান, তাহলে সঙ্গে সঙ্গে নেপালে অবস্থিত চিনা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে হবে। কোনওভাবে যেন নিজের ইচ্ছামত সীমান্ত পেরানোর সিদ্ধান্ত না নেয়।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join