জুনের প্রথম সপ্তাহে লটারি কাটলেই বিপুল লক্ষ্মীলাভ এই ৭ রাশির!

Published on:

August 2nd week lottery horoscope prediction

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাম্প্রতিক সময়ে চোখ কান খোলা রেখে চললেই শোনা যায় লটারিতে (Lottery) কোটিপতি হওয়ার খবর। কিন্তু সেই অর্থ প্রাপ্তি সবার ভাগ্যে থাকে না! কি এমনটাই ভাবেন নিশ্চয়ই? আসলে লটারি কাটলেই যে লক্ষীলাভ হবে তেমনটা নয়, আবার অনুরূপভাবে লটারি কাটলেই যে লোকশান হবে তেমনটাও নয়!

আসলে অর্থ প্রাপ্তি নির্ভর করে রাশিচক্রের ওপর। অভিজ্ঞ জ্যোতিষবিদদের মতে, প্রতিমাসের কোনও না কোনও সময়ে 12 রাশির প্রত্যেকের ভাগ্যে লটারি প্রার্থী বা অর্থযোগ থাকে। আসন্ন জুনেও সেই নিয়মের অন্যথা হবে না। জ্যোতিষ শাস্ত্র বলছে, জুন মাসের প্রথম সপ্তাহে লটারি কেটে কোটি টাকা ঘরে তুলতে পারবেন বেশ কিছু রাশি। বাকিদের ভাগ্যে কি শুধুই সান্তনা? দেখে নিন।

মেষ রাশি

জুন মাসের প্রথম সপ্তাহে মেষ রাশির ভাগ্য ফিরছে। অভিজ্ঞ জ্যোতিষবিদদের মতে, আগামীকাল থেকে প্রথম সপ্তাহের মধ্যভাগ পর্যন্ত মেষ রাশির ভাগ্যে লটারি প্রাপ্তির যোগ রয়েছে। তাই মন চাইলে লটারি কেটে ভাগ্য পরীক্ষা করতেই পারেন। তবে শেষ ভাগে একেবারেই লটারি কাটতে যাবেন না।

বৃষ রাশি

জুন মাসের প্রথম সপ্তাহে বৃষ রাশির ভাগ্যেও অর্থপ্রাপ্তি রয়েছে। তাই সুযোগ হাতছাড়া হওয়ার আগেই লটারি কেটে নিজের ভাগ্য পরীক্ষা করে নিন।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

কর্কট রাশি

কর্কট রাশির ভাগ্যে সপ্তাহের শুরুর দিকে লটারি যোগ লক্ষ্য করা যাচ্ছে। তাই চাইলে জুন মাসের প্রথম সপ্তাহের প্রথম ভাগে লটারি কেটে দেখতে পারেন। তবে শেষ ভাগে লটারি কাটার ঝুঁকি নেবেন না।

সিংহের ভাগ্য শুভ

সিংহ রাশির ব্যক্তিদের ভাগ্য ফিরতে চলেছে জুন মাসের প্রথম সপ্তাহে। শোনা যাচ্ছে, এই সময়ে লটারি কেটে মোটা অঙ্ক ঘরে তুলতে পারবেন সিংহের জাতক-জাতিকারা। তবে সপ্তাহের শেষের দিকে লটারি কাটাই ভাল।

সপ্তাহের শেষে ভাগ্য ফিরবে তুলার

তুলা রাশির ব্যক্তিদের জন্য জুন মাসের প্রথম সপ্তাহ যে শুভকর হবে তেমনটা নয়। তবে সপ্তাহের শেষের দিকে ভাগ্য ফিরলেও ফিরতে পারে এই রাশির।

বৃশ্চিকের ভাগ্য

জুন মাসের প্রথম সপ্তাহে বৃশ্চিক রাশির ভাগ্য মধ্যম প্রকৃতির। তাই ভাগ্য পরীক্ষা করতে চাইলে অল্প টাকার লটারি কেটে দেখতে পারেন। সেক্ষেত্রে সপ্তাহের মধ্যভাগ সবচেয়ে শুভ সময় হবে।

মকরের ভাগ্য কেমন?

মকর রাশির ব্যক্তিদের জুন মাসের প্রথম সপ্তাহে আয়-ব্যয় সমান হবে বলেই জানা যাচ্ছে। তাই খুব সচেতন ভাবেই লটারি কাটতে হবে।

ভুলেও লটারি কাটবেন না এই রাশির ব্যক্তিরা

 

মিথুন রাশি

মিথুন রাশির ব্যক্তিদের জন্য জুন মাসের প্রথম সপ্তাহ মোটেও শুরু নয়। তাই লটারি থেকে বিরত থাকাই শ্রেয়। তাছাড়াও লটারির পাশাপাশি অন্যান্য ক্ষেত্রে অর্থলগ্নী খুব একটা ফলদায়ক হবে না।

কন্যা রাশি

জুন মাসের প্রথম সপ্তাহে কন্যা রাশির ভাগ্যে কোনও লটারি প্রাপ্তি নেই। তাই এই সময়ে ভুলেও লটারি কাটতে যাবেন না, বরং শুভ সময়ের জন্য অপেক্ষা করুন।

ধনু রাশি

জুন মাসের প্রথম সপ্তাহে ধনু রাশির ব্যক্তিদের আয়ের তুলনায় ব্যয় বেশি হবে। তাই এই সময়ে লটারি থেকে দূরে থাকাই ভাল।

কুম্ভ

কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য জুন মাসের প্রথম সপ্তাহ একেবারেই বিশেষ নয়। এই সময়ে লটারি কাটলে ব্যাপক অর্থহানির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে।

অবশ্যই পড়ুন: ভয়ঙ্কর রূপ ধারণ করল তিস্তা, সিকিমে পর্যটকদের প্রবেশে না! জারি কড়া নির্দেশিকা

মীন রাশি

মীন রাশির ভাগ্যে জুন মাসের প্রথম সপ্তাহে লটারি থেকে ফুটো কড়িও নেই। তাই লটারি কেটে নিজের বিপদ ডেকে আনবেন না।

( প্রতিবেদনটি শুধুমাত্র প্রাপ্ত কিছু তথ্য ও জ্যোতিষ শাস্ত্রের ওপর ভিত্তি করে তৈরি। লটারি কাটার মতো অর্থলগ্নী সংক্রান্ত বিষয় একান্তই ব্যক্তিগত। )
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥