বিক্রম ব্যানার্জী, কলকাতা: অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য বড় খবর! সম্প্রতি কেন্দ্রীয় সরকার পেনশন ব্যবস্থায় একটি বড়সড় পরিবর্তন এনেছে। জানিয়ে রাখি, ভারত সরকারের ন্যাশনাল পেনশন স্কিমের দৌলতে এবার 2025 সালের, 31 মার্চ বা তার আগে অবসর নেওয়া সরকারি কর্মচারী কিংবা তাঁর স্ত্রী ইউনিফাইড পেনশন স্কিম (Unified Pension Scheme) বা UPS-র মাধ্যমে অতিরিক্ত অর্থ সহ অন্যান্য একাধিক সুবিধা পাবেন। তবে সেই লাভের অঙ্ক ঘরে তুলতে হলে সরকারের বেঁধে দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে হবে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের।
ইউনিফাইড পেনশন স্কিম আসলে কী?
ইউনিফাইড পেনশন স্কিম বা UPS আসলে একটি পেনশন ব্যবস্থা বা সিস্টেম যা মূলত ন্যাশনাল পেনশন স্কিমের সঙ্গে যুক্ত। যদিও এতে পুরনো পেনশন স্কিমের মতোই একটি নিশ্চিত পেনশন স্কিমের সুবিধা পাওয়া যায়।
বলা বাহুল্য, এই স্কিমের আওতায় সরকারি কর্মচারীরা তাদের 12 মাসের গড় বেসিক বেতনের 50 শতাংশ পেনশন পান, অর্থাৎ যদি কোনও কর্মচারী 25 বছর চাকরি করে অবসর নেন তবে তারা তাদের বেসিক বেতনের 50 শতাংশ পেনশন হিসেবে পাবেন।
তবে 10 বছরের কম সময় চাকরি করলে, পেনশনের হিসেব আনুপাতিকভাবে নির্ধারিত হবে। যদিও জানা গিয়েছে, কেন্দ্রের তরফে অন্তত 10 বছর চাকরি করা কর্মচারীদের জন্য ন্যূনতম 10 হাজার টাকার মাসিক পেনশন নিশ্চিত করা হয়েছে।
কর্মচারীর পরিবারের আর্থিক সুরক্ষা
জানা যাচ্ছে, যদি কর্মচারীরা ইউনিফাইড পেনশন স্কিম বেছে নেন সে ক্ষেত্রে তারা মূলত দুই ধরনের সুবিধা পাবেন। প্রথমত, কর্মচারী বা তাঁর বৈধ জীবনসঙ্গিনী এককালীন মোটা অঙ্কের অর্থ দেয়া হবে। যা মূলত প্রতি 6 মাসে 10 শতাংশ বেসিক বেতন ও DA-র সমতুল্য। দ্বিতীয়ত, প্রতিমাসে একজন অবসরপ্রাপ্ত কর্মী অতিরিক্ত অর্থ বাবদ কিছু টাকা পাবেন যা তাঁর UPS পেনশন ও মহার্ঘ ভাতা দেখেই নির্ধারিত হবে।
অবশ্যই পড়ুন: লটারিতে কোটি টাকা জিতেও মিলল না কিছুই! দিনমজুর যতীনের গল্প শিক্ষা দেবে আপনাকেও
এই তারিখের মধ্যে আবেদন করতে হবে
অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের UPS বা ইউনিফাইড পেনশন স্কিমে নাম নথিভুক্ত করতে হলে আগামী 30 জুনের মধ্যে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে। বলে রাখি, আবেদন প্রক্রিয়া ও আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য খুব শীঘ্রই পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির তরফে ঘোষণা করা হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |