জামাইষষ্ঠীতেও দুর্যোগ! ভারী বৃষ্টির সম্ভাবনা ৫ জেলায়, আগামীকালের আবহাওয়া

Published on:

north bengal rain weather tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: আগামীকাল জামাইষষ্ঠী। পাত পেরে জামাইদের শ্বশুরবাড়িতে আদর আপ্যায়ন খাবার দিন। বহু গৃহস্থ বাড়িতে চলছে এই নিয়ে জোর প্রস্তুতি। আর এখানেই প্রশ্ন উঠছে বৃষ্টি (Weather Update) কি বাদ সাধবে অনুষ্ঠানের? আপাতত দূরে সরেছে নিম্নচাপ। তবে বর্ষা চলে এল বলে। ইতিমধ্যেই নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় ভাসছে উত্তরবঙ্গ। কিন্তু দক্ষিণবঙ্গে জামাইষষ্ঠীতে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। থাকবে আর্দ্রতাজনিত আবহাওয়া

জানা গিয়েছে এইমুহুর্তে মৌসুমী বায়ু উত্তরবঙ্গে প্রবেশের পর থেকে সেখানকার আবহাওয়ার এক আমূল পরিবর্তন এসেছে। যদিও নির্ধারিত সময়ের অনেক আগেই বর্ষার আগমন ঘটেছে। ফলস্বরূপ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েই চলেছে উত্তরবঙ্গে। কিন্তু উত্তরবঙ্গে প্রায় দশ দিন আগে বর্ষা শুরু হলেও, আবহাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে আরও চার থেকে পাঁচ দিন বর্ষা আসবে না। ফলে জুনের প্রথম সপ্তাহে দক্ষিণবঙ্গে একপ্রকার শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক আগামীকাল কেমন থাকবে রাজ্যের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

নিম্নচাপের কারণে বিগত কয়েক দিন বৃষ্টি হলেও জানা গিয়েছে আগামী দিনগুলিতে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বৃদ্ধির কারণে অস্বস্তি বাড়বে। বিশেষ করে কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। দিনের তাপমাত্রা আর্দ্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তীব্রতর হবে। আবার কিছু এলাকায় হালকা বৃষ্টিপাতেরও সামান্য সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিতে ক্ষণিকের জন্য স্বস্তি ফিরলেও তার স্থায়িত্ব অনেকটাই কম থাকবে। এই মুহূর্তে তীব্র তাপপ্রবাহের কোন সম্ভাবনা নেই।

আরও পড়ুন: ভয়ঙ্কর রূপ ধারণ করল তিস্তা, সিকিমে পর্যটকদের প্রবেশে না! জারি কড়া নির্দেশিকা

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে বৃষ্টির স্বস্তি না মিললেও উত্তরবঙ্গে দার্জিলিং-সহ জেলায় জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। আগামীকাল অর্থাৎ রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির জেরে কমলা সতর্কতা জারি করা হয়েছে। জানা গিয়েছে প্রায় ১২ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই পাঁচ জেলায়। সঙ্গে ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেক ৫০ কিলোমিটার।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥