ব্রিটিশদের পিটিয়ে ডবল সেঞ্চুরি! কোহলির বিকল্প পেয়ে গেল টিম ইন্ডিয়া

Published:

Karun Nair scored a double century for the A team against England
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ 8টা বছর জাতীয় দল থেকে বিচ্ছিন্ন থেকে যে যন্ত্রণা প্রাপ্তি হয়েছিল, তা যেন ইংল্যান্ডের মাটিতে ছড়িয়ে দিলেন ভারতীয় ক্রিকেটার করুণ নায়ার (Karun Nair)। যাকে বলে একেবারে শেষ থেকে শুরু। অর্থাৎ 8 বছর আগে নিজের পারফরমানেন্স যেখানে শেষ করেছিলেন, সেই সূত্র ধরে রেখেই আবার নতুন যাত্রা শুরু করলেন নায়ার।

কেন এত কথা? সদ্য ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি নয়, একেবারে ডবল সেঞ্চুরি করেছেন ভারতীয় তারকা। যার জেরে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলে করুণের অবস্থানও একপ্রকার পরিষ্কার হয়ে গেল। বেশ কয়েকজন ক্রিকেট বিশেষজ্ঞের দাবি, ইংলিশদের বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীন নায়ারকে 3 নম্বরে জায়গা দিতে পারে ম্যানেজমেন্ট।

নায়ারের বড় কীর্তি

ইংল্যান্ডের বিরুদ্ধে মূল টেস্ট সিরিজের আগে বেসরকারি টেস্ট খেলছে ভারতীয় এ দল। আর সেখানেই একেবারে গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান হিসেবে জায়গা হয়েছিল করুণ নায়ারের। মনে করা হচ্ছে, দেশের জার্সি গায়ে প্রধান আসরে কামাল দেখানোর আগে একটা বড় ঝলক দিয়ে রাখলেন করুণ।

ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে প্রথম দিনের শেষে 186 রানের অপরাজিত থেকে ইনিংসে সাময়িক দাড়ি টেনেছিলেন নায়ার। আর সেই ইনিংস বিরতির পর ভারতের স্কোরবোর্ড খানিকটা এমন ছিল, ভারত 3 উইকেট, 409 রান। এরপর দ্বিতীয় দিনে ইংলিশ বাহিনীর বিরুদ্ধে একেবারে দাপট নিয়েই মাঠে খেল দেখাতে শুরু করেন নায়ার।

শুরু হয় ডবল সেঞ্চুরির যাত্রা। জানলে অবাক হবেন, নায়ার ইংলিশদের বিরুদ্ধে যে ঝোড়ো হাওয়া তুলেছিলেন তাতে একেবারে সহজেই দ্বিতীয় শতরান হাঁকিয়ে ফেলেন তিনি। তবে শেষ পর্যন্ত, 204 রানে আউট হয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। বলা বাহুল্য, নায়ারের রঙিন সেঞ্চুরীর মাঝে ফিকে হয়ে এল ভারতের উইকেট কিপার ব্যাটসম্যান ধ্রুব জুরেলের পারফরমেন্স। এদিন 24টি চার মেরেও সেঞ্চুরি পাননি জুরেল। ইনিংস শেষ হয়েছিল 94 রানেই।

অবশ্যই পড়ুন: পুরনো দলের সাথে হয়েছে বিচ্ছেদ! সসম্মানে ইস্টবেঙ্গলে আসছেন বড় তারকা

ইংল্যান্ডের বিরুদ্ধে 3 নম্বর জায়গা পাকা করুণের

রোহিত, বিরাটের অবসরের পর ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় টেস্ট দলের প্রথম দিকের ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন ছিল অনেকেরই। মূলত টপ অর্ডার ও মিডিল অর্ডার নিয়ে সংশয়ে ছিলেন বহু ভক্ত। ওপেনার হিসেবে শুভমন গিল ও যশস্বীর প্রসঙ্গ উঠলেও কোহলির 3 নম্বর ব্যাটিং পজিশন নিয়ে তৈরি হয়েছিল সমস্যা।

তবে অনেকেই আশা করেছিলেন খুব সম্ভবত করুণ নায়ার অথবা সাই সুদর্শনকে তিন নম্বর পজিশনে খেলানো হতে পারে। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে এ দলে দ্বিশতরানের পর এবার ভারতীয় দলের 3 নম্বর পজিশনে করুণ নায়ারের নামটা একেবারে পাকা হয়ে গেল বলেই মনে করছেন বহু ক্রিকেট বিশেষজ্ঞ।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join