বিক্রম ব্যানার্জী, কলকাতা: 22 গজে আর দাপট দেখাতে পারবেন না ব্যাটাররা! মূলত বোলারদের সুবিধা পাইয়ে দিতেই নতুন নিয়ম চালু করতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। আপাতত যা খবর, বর্তমানে ব্যাটসম্যানরা বোলারদের প্রায় প্রতি বলেই ছয় মারার চেষ্টা করেন, ওদিকে কার্যত সর্বশক্তি দিয়ে বল ছুঁড়েও ওভার বাউন্ডারি দেখতে হয় বিশ্বের বহু বাঘা বাঘা বোলারকে! এবার সেইসব কথা মাথায় রেখেই বোলারদের জন্য বিশেষ নিয়ম চালু করার পথে হাঁটল ICC। কী সেই নিয়ম?
কোন নিয়মে আসছে বদল?
বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে যা খবর, ওয়ানডে ক্রিকেটে এতদিন দুটি বল ব্যবহার করার নিয়ম ছিল। অর্থাৎ কোনও বলই যাতে একেবারে পুরনো না হয়ে যায়, এজন্যই চালু ছিল এই নিয়ম। তবে শোনা যাচ্ছে, বোলারদের সুবিধার্থে এবার সেই নিয়মেই বড় বদল আনতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবার থেকে দুটি বলের মধ্যে যেকোনও একটি বল দিয়েই খেলা হবে ইনিংসের শেষ 16 ওভার। জানা গিয়েছে, ওয়ানডে ক্রিকেটে ব্যাটসম্যানদের সামনে বোলাররা যাতে রিভার্স স্যুইং তুলতে পারেন এজন্যই এই নতুন নিয়ম চালু করছে ICC।
কেমন হবে নতুন নিয়ম?
ওয়ানডে ক্রিকেটে বোলারদের সুবিধার কথা চিন্তা করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল যে নতুন নিয়ম আনছে সে প্রসঙ্গে দু চার কথা শোনালেন ICC-র এক সদস্য। তিনি বলেন, মূলত ওয়ানডে ক্রিকেট ম্যাচ চলাকালীন প্রথম ওভার থেকে 34তম ওভার পর্যন্ত দুটি নতুন বল ব্যবহার করা হবে।
একেবারে 35তম ওভারে গিয়ে একজন বোলার চাইলেই দুই বলের মধ্যে থেকে নিজেদের জন্য যেকোনও একটি বল বেছে নিতে পারবেন। ফিল্ডিং টিমের তরফে বেছে নেওয়া সেই বলে খেলা হবে ইনিংসের অবশিষ্ট 16 ওভার। বেশ কয়েকটি সূত্র দাবি করছে, ম্যাচের শেষ 16 ওভারে ব্যবহৃত বলটি পরের ইনিংসেও ব্যবহার করা যাবে। তবে প্রয়োজন দেখিয়ে পরের ইনিংসের ফিল্ডিং টিম নতুন বল চাইতে পারে।
কবে থেকে কার্যকর হচ্ছে এই নয়া নিয়ম?
আপাতত যা খবর, বোলারদের সুবিধার্থে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল যে নতুন নিয়ম আনতে চলেছে তা খুব সম্ভবত আগামী 2 জুলাই থেকেই কার্যকর হওয়ার কথা। শোনা যাচ্ছে, গত এপ্রিলেই এই নিয়ম চালু করার ইঙ্গিত দিয়েছিল ICC, তবে একাধিক কারণবশত তা সম্ভব না হওয়ায় আসন্ন জুলাইয়ের নির্ধারিত দিনে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজে প্রথমবারের মতো কার্যকর হবে এই নিয়ম।
অবশ্যই পড়ুন: বৃষ্টির কারণে ভেস্তে যাবে কোয়ালিফায়ার টুয়ের ম্যাচ! আশঙ্কার মাঝেই ঠিক হয়ে গেল IPL ফাইনালের দল
উল্লেখ্য, অনেকেরই প্রশ্ন থাকে, ওয়ানডে ম্যাচ যদি শেষ পর্যন্ত 50 ওভারের না হয় সেক্ষেত্রে কি প্রযোজ্য হবে এই নিয়ম? তাহলে বলি, কোনও কারণে ওয়ানডের কোনও ম্যাচ যদি 25 ওভার বা তার কম হয় সে ক্ষেত্রে ইনিংসের শুরুতে যে বল ব্যবহার হবে, তা দিয়েই গোটা ম্যাচ খেলতে হবে ফিল্ডিং টিমকে।