সৌভিক মুখার্জী, কলকাতা: সাধারণত আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ন্যূনতম ব্যালেন্সের (Minimum Balance) নিচে যদি নেমে আসতো, তাহলে এতদিন জরিমানা গুনতে হতো। কিন্তু এবার সেই নিয়ম বদলে গেল! হ্যাঁ, কারণ দেশের এক বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ন্যূনতম ব্যালেন্সের বাধ্যবাধকতা তুলে নিল।
আর এই ব্যাঙ্কের সাম্প্রতিক এই সিদ্ধান্তের জেরে লক্ষ লক্ষ গ্রাহকদের মুখে হাসি ফুটেছে। কারণ ব্যাঙ্কিং ইতিহাসে এটি বিরাট সিদ্ধান্ত বলেই মনে করছে বেশ কিছু বিশেষজ্ঞ। চলুন দেখে নেওয়া যাক কোন ব্যাঙ্ক এই পরিবর্তন আনলো এবং কেন আনা হলো।
কী বলছে ব্যাঙ্ক?
বেশ কিছু সূত্র মারফত জানা গেল, কানাড়া ব্যাঙ্ক সম্প্রতি ন্যূনতম ব্যালেন্সের কোটা তুলে দিয়েছে। হ্যাঁ, তারা জানিয়েছে যে, 2025 সালের 1 জুন থেকে সমস্ত সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে গড় মাসিক ব্যালেন্স বজায় রাখার নিয়ম বাতিল করা হয়েছে। এর অর্থ, আপনার অ্যাকাউন্টে যদি শূন্য ব্যালেন্স থাকে, তাও ব্যাঙ্ক জরিমানা নিতে পারবে না।
কোন কোন অ্যাকাউন্টে এই সুবিধা মিলবে?
সূত্র বলছে, কানাড়া ব্যাঙ্কের এই সিদ্ধান্ত সাধারণত সেভিংস অ্যাকাউন্টধারী, স্যালারি অ্যাকাউন্টধারী, এমনকি এনআরআই সেভিংস অ্যাকাউন্টধারীদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। হ্যাঁ, ব্যাঙ্ক নিজেই জানিয়েছে যে, এই নিয়ম চালুর ফলে কোনোরকম চার্জ বা ফি আরোপ করা যাবে না। যদি অ্যাকাউন্টে ব্যালেন্স একেবারে শূন্যও থাকে, তাহলেও না।
আরও পড়ুনঃ মধ্যবিত্তদের মাথায় বাজ! সোনা, রুপোর দাম নিয়ে বিরাট দুঃসংবাদ! আজকের রেট
কারা উপকৃত হবেন?
কানাড়া ব্যাঙ্কের এই নয়া সিদ্ধান্তের ফলে বিশেষ করে সাধারণ সেভিংস অ্যাকাউন্টধারীরা, প্রবীণ নাগরিক, চাকরিজীবী, শিক্ষার্থীরা বা প্রথমবারের মতো যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছে তারা প্রত্যক্ষভাবে উপকৃত হবে। হ্যাঁ, ব্যাঙ্ক মনে করছে যে, এই সিদ্ধান্তের ফলে আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা মানুষজন ব্যাঙ্কিং পরিষেবার প্রতি আরও আকৃষ্ট হতে পারবে।
যেখানে আগে কানাড়া ব্যাঙ্কে বিভিন্ন ধরনের সেভিংস অ্যাকাউন্টের জন্য নির্দিষ্ট পরিমাণ মাসিক ব্যালেন্স বজায় রাখতে হতো, সেখানে এবার এই নিয়ম বদলেছে। যদি কেউ ওই নির্দিষ্ট ব্যালেন্স না রাখতে পারতো, তাহলে তাকে আগে জরিমানা গুনতে হতো। ফলে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত মানুষদের কপালে চিন্তার ভাঁজ পড়তো। আর এবার তারা অনেকটাই স্বস্তি পাবে বলেই মনে করছে বিশেষজ্ঞরা।