বিক্রম ব্যানার্জী, কলকাতা: টেস্টে আর হচ্ছে না! সাফল্য পাবেন না বলেই ইংল্যান্ড সিরিজের আগে অবসর নিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)! ভারতীয় মহাতারকা প্রসঙ্গে এই কথাগুলোই বলেছেন ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার মন্টি পানেসর। তাঁর ধারণা, ইংল্যান্ডের বিরুদ্ধে পেরে উঠবেন না বলেই রোহিতের পর টেস্ট থেকে অবসর নিয়েছেন বিরাট।
বিরাটের দুর্বলতা কোথায়?
ইংল্যান্ড সিরিজ শুরু হতে না হতেই শুরু হয়েছে কটাক্ষ পাল্টা কটাক্ষের মরসুম! এমতাবস্থায়, হঠাৎ বিরাট কোহলি প্রসঙ্গে বড়সড় মন্তব্য করে বসলেন ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার মন্টি। তাঁর বক্তব্য ছিল, ইংল্যান্ডের বিরুদ্ধে সাফল্য পাবেন না বুঝতে পেরেই সিরিজের আগে অবসর নিয়েছেন কোহলি।
শুধু একথা বলেই থেমে থাকেননি, প্রাক্তন ইংলিশ তারকা! তিনি আরও বলেন, অফ স্টাম্পের বাইরের বলে এখনও যথেষ্ট দুর্বল বিরাট কোহলি। ইংল্যান্ড সিরিজে সেই দুর্বলতায় প্রকাশ্যে আসতে পারে, একথা ভেবেই তড়িঘড়ি অবসর নিয়ে নিলেন বিরাট।
কোহলির বিরুদ্ধে খেলার আশা ছিল ইংল্যান্ডের!
ওই প্রাক্তন ইংলিশ তারকা জানিয়েছেন, বিরাট কোহলি যে খেলবেন একথা প্রথম থেকেই ভেবে এসেছিলেন তিনি। ইংল্যান্ড দলও নাকি সেটাই আশা করেছিল। তবে শেষ পর্যন্ত তা আর হল না। অবসর নিয়ে নিলেন কোহলি! এরপরই মন্টি জানান, আসলে যেভাবে বিরাট টেস্ট থেকে সরে দাঁড়াল, তাতে অবাক হতেই হয়। হয়তো অফ স্টাম্পের বাইরের বলে ও এখনও দুর্বল।
নির্বাচকরা নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে ওর সাথে কথা বলেছেন। বিরাটকে হয়তো বলা হয়েছে, যদি প্রথম দুটো ম্যাচে ভাল খেলতে না পারো, সেক্ষেত্রে 5 ম্যাচে খেলার সুযোগ পাবে এমন আশা না রাখাই ভাল। মূলত সেই কারণেই টেস্ট থেকে অবসর নিয়ে তরুণদের সুযোগ দেওয়া উচিত বলেই ভেবেছিলেন কোহলি।
অবশ্যই পড়ুন: চিনের ফাঁদে পা দিয়েই শেষের পথে বাংলাদেশ! ড্রাগনের নজরে এবার পদ্মা পাড়ের কৃষি জমি
কোহলিকে ছাড়াই সিরিজ জেতার ক্ষমতা রয়েছে ভারতের
বিরাট প্রসঙ্গে নানান মন্তব্যের পাশাপাশি ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার এও বলেছেন, বিরাট কোহলিকে ছাড়াই সিরিজ জেতার ক্ষমতা রয়েছে ভারতের। তাঁর বক্তব্য, করুণ নায়ার এমন একজন প্লেয়ার যার ওপর অনেক কিছু নির্ভর করছে। এখন দেখার ও এবং শুভমন গিল মিডল অর্ডারে কেমন ব্যাট করে। সবশেষে, ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের সিরিজ জেতার সম্ভাবনাকেই এগিয়ে রেখেছেন ওই প্রাক্তন ইংলিশ তারকা।