গরমের ছুটি শেষে স্কুল খুলল আজ, মনে করানো হবে ৫ বছরের পুরনো নিয়ম

Published on:

summer vacation school

প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে খতম হল গরমের ছুটির। আজ থেকেই খুলে যাচ্ছে সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল। তাই ছুটির আনন্দ ভুলে গিয়ে সকলেই স্কুল ছুটছে পিঠে ব্যাগ কাঁধে তুলে। এদিকে গরমের জেরে ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ। নিম্নচাপের জেরে বৃষ্টি হলেও, ভ্যাপসা গরম থেকে মুক্তি মেলেনি এখনও। তার উপর রাজ্যে ফের করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। যার জেরে শুরু হল করোনা বিধি পালন (Corona Rules In School)।

করোনা নিয়ে ফের আতঙ্ক স্কুলগুলিতে!

রাজ্য সরকার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৮২ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্ত ২৮৭ জন। এবং সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭৫৮ জন। এদিকে বিষ ফোঁড়া হয়ে দাঁড়িয়েছে গুমোট গরম। এই ভ্যাপসা গরম ও করোনার বাড়বাড়ন্তে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য নিয়ে চিন্তায় পড়ল স্কুল কর্তৃপক্ষ। তবে এবার মোক্ষম উপায় বের করলেন তাঁরা। করোনা নিয়ে আতঙ্ক নয়, বরং পড়ুয়াদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিতে চলেছেন সব স্কুলের কর্তৃপক্ষ। জানা গিয়েছে, জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, বমির মতো উপসর্গ দেখা দিলে স্বাস্থ্যকেন্দ্র অথবা চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছে স্কুলগুলি। এমনকি পুরো সেরে না ওঠা পর্যন্ত স্কুলে আসতেও বারণ করা হয়েছে।

স্বাস্থ্য বিধির নির্দেশিকা জারি স্কুলগুলিতে!

তবে এই নির্দেশিকা আজ নয় বরং বেশ কয়েকটি স্কুল গরমের ছুটির মাঝে অর্থাৎ স্কুল খোলার দিন কয়েক আগেই তাঁদের নিজস্ব হোয়াটস অ্যাপ গ্রুপে বিজ্ঞপ্তি দিয়ে সচেতন করা হয়েছে। প্রায় প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষকেরা জানাচ্ছেন, আগামী তিন মাস অর্থাৎ, জুন থেকে অগস্ট পড়াশোনার মরসুম। ওই তিন মাস স্বাস্থ্যবিধি মেনে মন দিয়ে পড়াশোনা করতে হবে। স্কুলে নিয়মিত আসতে হবে। হিন্দু স্কুলের প্রধান শিক্ষক শুভ্রজিৎ দত্ত বলেন, ‘‘ইতিমধ্যেই স্কুলের ওয়টস্যাপ গ্রুপে জানিয়ে দিয়েছি যে স্কুলে আসার ও যাওয়ার সময়ে যারা বাস, ট্রাম বা ট্রেনে যাতায়াত করে, তারা অন্তত মাস্ক পরে থাকবে। সঙ্গে স্যানিটাইজ়ার রাখতে হবে।”

আরও পড়ুন: সরকারি হাসপাতাল থেকে উধাও মুখ্যমন্ত্রীর দেওয়া অ্যাম্বুলেন্স!

অন্যদিকে মিত্র ইনস্টিটিউটশন ভবানীপুর শাখার প্রধান শিক্ষক রাজা দে এবং যোধপুর পার্ক বয়েজ স্কুলের প্রধান শিক্ষক অমিত সেন মজুমদার জানান, সোমবার স্কুল খুললে প্রার্থনার সময়ে মনে করানো হবে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা। হাত ধুয়ে খাওয়া, জীবাণুনাশক সঙ্গে রাখা। এবং পড়ুয়াদের জ্বর হলে স্কুলে না আসার কথাও বলেছেন তাঁরা। তবে এ দিন প্রত্যেকটি সরকারি স্কুল খুলে গেলেও ওবিসি সংরক্ষণের জটে আটকে বেশির ভাগ সরকারি স্কুলই এখনও একাদশ শ্রেণিতে ক্লাস শুরু করতে পারল না। যা নিয়ে বিভ্রান্তি শুরু হয়েছে পড়ুয়াদের মনে। যদিও এই বিষয়ে এখনো মুখ খোলেনি শিক্ষা দপ্তর।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥