সৌভিক মুখার্জী, কলকাতা: আপনিও কি নিয়মিত প্যান কার্ড (Pan Card) ব্যবহার করেন? তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। কারণ সামান্য অবহেলার জেরেই আপনার উপর হতে পারে মোটা অঙ্কের জরিমানা। হ্যাঁ, যা কিনা 10 হাজার টাকা পর্যন্তও গড়াতে পারে।
আসলে প্যান কার্ড যে শুধুমাত্র আয়কর রিটার্ন দাখিল করার মাধ্যম, এমনটা নয়। বরং, রীতিমতো অপরিহার্য এক পরিচয়পত্র হিসেবেও কাজ করে। ব্যাঙ্কিং থেকে শুরু করে ইনভেস্টমেন্ট, জমি কেনাবেচা, লোনের মত গুরুত্বপূর্ণ সব কাজ, এই প্যান কার্ডের মাধ্যমেই হয়।
নিষ্ক্রিয় হয়ে যেতে পারে প্যান কার্ড
অনেকেই হয়তো জানেন না যে, প্যান কার্ড রাতারাতি নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। প্রথমত, আপনি যদি আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করেন, তাহলে আপনার প্যান কার্ড অটোমেটিক নিষ্ক্রিয় হয়ে যাবে। হ্যাঁ, 2023 সালের পর থেকে ভারতের আইকর দপ্তর সাফ জানিয়ে দিয়েছে, যে সমস্ত প্যান কার্ড আধারের সঙ্গে লিঙ্ক করা নেই, সেগুলিকে স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় করে দেওয়া হবে।
এমনকি যদি কেউ ভুল করে অথবা ইচ্ছাকৃতভাবে একাধিক প্যান কার্ডের জন্য আবেদন করে ফেলে, তাহলে তার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। পাশাপাশি, অনেকে হয়তো জানেন না যে, একাধিক প্যান কার্ড রাখা আইনত অপরাধ। যদি ঘোষণা না করেন, তাহলে আয়কর বিভাগ কড়া পদক্ষেপ নিতে পারে।
পড়তে পারেন ভয়াবহ শাস্তির মুখে
বেশ কয়েকটি সূত্র খতিয়ে জানা গেল, আয়কর আইনের 272B ধারা অনুযায়ী যদি দেখা যায় যে, প্যান কার্ড নিষ্ক্রিয় থাকা সত্ত্বেও তা কেও ব্যবহার করছেন বা কোনও তথ্য জমা দিতে ব্যর্থ হয়েছেন, তাহলে তাকে 10 হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। এমনকি নিষ্ক্রিয় কার্ড দিয়ে করা আর্থিক লেনদেনে ভবিষ্যতে আইনের জালেও জড়াতে পারেন।
আরও পড়ুনঃ নূন্যতম ব্যালেন্সের কোটা তুলে নিল এই সরকারি ব্যাঙ্ক
কীভাবে নিষ্ক্রিয় প্যান কার্ড সক্রিয় করবেন?
যদি আপনার প্যান কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যায়, তাহলে চিন্তার কোনও কারণ নেই। শুধু কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে হবে। প্রথমে যাচাই করুন যে, আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা আছে কিনা। না থাকলে https://incometax.gov.in/ ওয়েবসাইটে গিয়ে সরাসরি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে ফেলুন।
এরপর একাধিক প্যান কার্ড থাকলে যেকোনো একটি রেখে বাদবাকিগুলোকে স্বেচ্ছায় জমা দিয়ে দিন। আর এই কাজটি করতে পারেন NSDL বা UTIITSL-র ওয়েবসাইটে গিয়েই। এমনকি প্রয়োজনে আয়কর হেল্পলাইন নম্বর বা স্থানীয় আয়কর অফিসে গিয়ে সরাসরি সরকারি সাহায্য নিতে পারেন।