প্রীতি পোদ্দার, কলকাতা: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হল ২০২৫ সালের জেইই অ্যাডভান্সড এর ফলাফল (JEE Advanced Result 2025)। আর সেই তালিকায় এবার জমজমাট রেজাল্ট করে বড় চমক দিল বাংলা। সর্বভারতীয় স্তরে মহিলাদের মধ্যে এবং IIT খড়্গপুর জোন থেকে প্রথম স্থানাধিকার লাভ করে সকলের মন জয় করে নিলেন পূর্ব মেদিনীপুরের কাটোয়ার বাসিন্দা দেবদত্তা মাঝি।
১৬ নম্বর স্থানে দেবদত্তা মাঝি!
জেইই অ্যাডভান্সড ২০২৫ এর কমন র্যাঙ্ক লিস্ট অনুযায়ী জানা গিয়েছে ১৬ নম্বরে স্থানে রয়েছে বাংলার দেবদত্তা মাঝি। মোট ৩৬০ এর মধ্যে তাঁর প্রাপ্ত নম্বর ৩১২। তবে মহিলাদের মধ্যে তিনিই প্রথম স্থান অধিকার করেছে। এদিকে কমন র্যাঙ্ক লিস্ট অনুযায়ী, ৩৬০ নম্বরের মধ্যে ৩৩২ নম্বর পেয়ে শীর্ষস্থানে রয়েছেন IIT দিল্লি জোনের রঞ্জিত গুপ্ত। রাজস্থানের কোটায় একটি কোচিং ইনস্টিটিউটে পড়াশোনা চালিয়েছেন রাজিত। তাঁর সাফল্যের পর কোটার ওই কোচিং সেন্টারে রাজিতকে ঘিরে যেন উৎসবের মেজাজ। অন্যদিকে দেবদত্তার এই সফলতায় খুশির জোয়ার রাজ্যে।
মাধ্যমিক উচ্চমাধ্যমিকেও দারুণ সাফল্য
যদিও দেবদত্তার সফলতা অর্জনের শুরুটা চলতি বছরের জেইই অ্যাডভান্সড পরীক্ষা থেকে শুরু হয়নি দেবদত্তার। মাধ্যমিকের সময় থেকেই ধারাবাহিক সাফল্য পাচ্ছেন দেবদত্তা মাঝি। সাফল্যের রেকর্ড দেখলে জানা যাবে ২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষায় গোটা রাজ্যে প্রথম হয়েছিলেন তিনি। এরপর ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে ষষ্ঠ স্থান অর্জন করে দেবদত্তা। এবার জেইই অ্যাডভান্সড-এ গোটা দেশের মধ্যে ১৬ তম স্থান অধিকার করে মেয়েদের মধ্যে প্রথম হলেন তিনি। এদিকে দেবদত্তার সাফল্যে উচ্ছ্বসিত গোটা পরিবার।
আরও পড়ুন: গরমের ছুটি শেষে স্কুল খুলল আজ, মনে করানো হবে ৫ বছরের পুরনো নিয়ম
এদিন দেবদত্তা মাঝির মা শেলি দাঁ এক সাক্ষাৎকারে বেশ প্রশংসা করেছেন মেয়ের। তিনি স্কুল কাটোয়া দুর্গাদাসী চৌধুরানী গার্লস হাই স্কুলেই শিক্ষকতা করেন। মেয়ের এই সাফল্যে খুশি হয়ে বলেছেন যে, ‘দেবদত্তার লক্ষ্যই ছিল জেইই অ্যাডভান্সড পরীক্ষায় প্রথম ১০০-র মধ্যে র্যাঙ্ক করা। যাতে IISC বেঙ্গালুরুতে বিটেক পড়ার সুযোগ পায়। সেই কারণে এই রেজাল্ট নিয়ে সে খুবই খুশি।’ জানা গিয়েছে, অঙ্ক দেবদত্তার খুবই পছন্দের বিষয়। সেক্ষেত্রে ম্যাথ ও কম্পিউটিংয়ের উপর যেকোনও বিষয় নিয়ে দেবদত্তার বিটেক পড়ার ইচ্ছা রয়েছে তাঁর।
উল্লেখ্য, চলতি বছর জেইই পরীক্ষা দিয়েছিলেন ১,৮০,৪২২ জন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫৪,৩৭৮ জন পরীক্ষার্থী। আর এই পরীক্ষা আয়োজনের দায়িত্বে ছিল IIT কানপুর। সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষায় পাশ করলে তবেই জেইই অ্যাডভান্সড পরীক্ষায় বসার সুযোগ মেলে। এই পরীক্ষায় পাশ উত্তীর্ণ হলে পড়ুয়ারা আইআইটি এবং আইআইএসসি-তে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পান।