পেনশন স্কিমে ৬ টি বড় বদল

Published on:

indian rupee money pension

সৌভিক মুখার্জী, কলকাতা: অবসরকালীন জীবনের প্রধান ভরসা পেনশন। আর সেই পেনশন ব্যবস্থা অর্থাৎ, ন্যাশনাল পেনশন সিস্টেমে (NPS Scheme) সম্প্রতি কিছু পরিবর্তন এনেছে কেন্দ্র সরকার। আসলে এই পরিবর্তনগুলির মূল উদ্দেশ্য হলো, অবসরকালীন আর্থিক নিরাপত্তাকে আরও সহজ করে তোলা, যাতে প্রবীণ নাগরিকরা উপকৃত হন। 

কেন NPS-এ পরিবর্তনের প্রয়োজন হল?

জানিয়ে রাখি, 2004 সালে ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS) চালু করা হয়েছিল। পরে এটি 18 থেকে 70 বছর বয়সী সমস্ত নাগরিকদের জন্যই উন্মুক্ত করে দেওয়া হয়। আর এই স্কিমটি মার্কেটভিত্তিক কন্ট্রিবিউশন পেনশন প্ল্যান হিসাবেই কাজ করে। এখানে গত এক বছরে যে পরিবর্তনগুলি এসেছে, তা শুধু নিয়মের বদল নয়, বরং NPS ব্যবস্থাকে আরো স্বচ্ছ করে তোলার জন্যই। তো চলুন সেই পরিবর্তনগুলি সম্পর্কে জেনে নিই-

শিশুদের জন্য অবসর পরিকল্পনা

2024 সালের 18 সেপ্টেম্বর চালু হয়েছিল নতুন স্কিম NPS Vatsalya। আর এটি 18 বছরের নিচের শিশুদের জন্যই, যেখানে অভিভাবকরা তাদের সন্তানের ভবিষ্যতের জন্য অল্প বয়স থেকেই পেনশন ফান্ডে বিনিয়োগ করতে পারবেন। হ্যাঁ, এই পরিকল্পনা শিশুদের ভবিষ্যতকে সুরক্ষিত করে তোলার জন্যই।

ভারত বিল পেমেন্ট সিস্টেমের সঙ্গে যুক্ত হলো NPS

এখন থেকে আপনি খুব সহজেই NPS-এ কনট্রিবিউশন দিতে পারবেন। অর্থাৎ, ভারত বিল পেমেন্ট সিস্টেম ব্যবহার করতে পারবেন। মানে মোবাইল রিচার্জ বা বিদ্যুৎ বিল দেওয়ার মত সহজেই আপনি আপনার ফান্ড থেকে টাকা তুলে নিতে পারবেন। এমনকি NPS-এ অটো পেমেন্ট সেট করার ব্যবস্থাও থাকছে।

পার্শিয়াল উইথড্রল নিয়মে পরিবর্তন

এখন থেকে আপনার জরুরী প্রয়োজনে সহজেই টাকা তুলে নিতে পারবেন। তবে আগে এই নিয়মগুলি বেশ কঠিন ছিল এবং কাগজপত্রের ঝামেলা পোহাতে হত। আর এখন বিনিয়োগ করলে চাহিদা অনুযায়ী ফান্ডের একটি অংশ খুব সহজে তুলে নেওয়া যাবে।

অল ইন্ডিয়া সার্ভিস অফিসারদের জন্য চালু হলো OPS অপশন

সরকার ঘোষণা করেছে যে, যারা অল ইন্ডিয়া সার্ভিস অফিসার এবং যারা NPS-র আওতায় যোগ দিয়েছেন, তারা এখন থেকে চাকরির শুরুর সময় বেছে নিতে পারবেন যে, তারা পুরনো পেনশন স্কিমে থাকবেন কিনা। এমনকি যদি চাকরির সময় মৃত্যু ঘটে, তাহলেও বিকল্প রাস্তা খোলা থাকছে।

এখন পেনশন প্রসেসিং হবে আরও দ্রুত

আগে অবসর নেওয়ার পর পেনশন পেতে অনেকটাই সময় লাগতো। আর এখন NPS-র আওতায় দ্রুততার সঙ্গে পেনশন প্রসেস হবে। হ্যাঁ, সরকারের এই নয়া পদক্ষেপে অবসরপ্রাপ্ত কর্মচারীরা অনেকটাই উপকৃত হবেন, তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুনঃ সেভেন সিস্টার্সে নজর? আর রেহাই পাবে না ইউনূস! ভারতের পদক্ষেপে কাঁপছে বাংলাদেশ

চালু হলো ইউনিফাইড পেনশন স্কিম

2025 সালের 1 এপ্রিল থেকে ইউনিফাইড পেনশন স্কিম চালু হয়েছে। আর এটি মূলত কেন্দ্রীয় সরকারের সেই সমস্ত কর্মচারীদের জন্য, যারা বর্তমানে NPS-র আওতায় রয়েছেন। তারা 30 জুন, 2025-এর মধ্যে এই স্কিমে যোগ দিতে পারবেন বলে খবর।

সঙ্গে থাকুন ➥