গরমের জেরে চরমে উঠবে অস্বস্তি, তারই মাঝে বৃষ্টি ৭ জেলায়, আজকের আবহাওয়া

Published on:

Weather Today High Humidity and rain forecast

পার্থ সারথি মান্না, কলকাতাঃ মে মাসের শেষ বেলায় ঝড়-বৃষ্টির আবহাওয়া চললেও নিম্নচাপ সরে যেতেই হুড়মুড়িয়ে বেড়েছে তাপমাত্রা। তবে দক্ষিণের জেলায় খটখটে রোদ উঠলেও উত্তরের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে। আজ মঙ্গলবার কেমন থাকবে আবহাওয়া (Weather Today)? চলুন দেখে নেওয়া যাক আবহাওয়া দফতরের আপডেট।

শেষ রিপোর্ট অনুযায়ী, বিহার ও আশেপাশের রাজ্যগুলোর উপরে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। যার ফলে উত্তরবঙ্গের কিছু জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে। কোন কোন জেলায় বৃষ্টি? দেখে নেওয়া যাক বিস্তারিত।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আজ দক্ষিণের ঝাড়গ্রাম, নাদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগণা ও দক্ষিণ ২৪ পরগণা জেলায় বিজ্রবিদ্যুৎপাত সহ বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগণা ও দক্ষিণ ২৪ পরগণায় তাপমাত্রা যেমন বাড়বে তেমনি আদ্রতা জনিত অস্বস্তি চরমে পৌঁছাবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টি একপ্রকার চলবে বলেই জানা যাচ্ছে। দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সাথে ৩০ কিমি থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া চলবে বলে পূর্বাভাস মিলেছে হাওয়া অফিসের তরফ থেকে।

আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ বুধবার দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদীয়া, বীরভূম জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে নিম্নচাপ সরে যাওয়ার পর হু হু করে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। ফলে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগণা ও দক্ষিণ ২৪ পরগণা জেলায় বাড়তে থাকা তাপমাত্রার জেরে আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ৩০ কিমি থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া চলবে। এর সাথে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বৃষ্টি হতে পারে তবে আলাদা করে কোনো সতর্কতা জারি করা হয়নি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥