রাফালকে টেক্কা দিতে পারে এই ফাইটার জেট! রাশিয়া থেকে ভারতে আসছে Su-57E

Published on:

Russian Su-57E Jet

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারত-পাকিস্তান সীমান্তে এমনিতেই উত্তেজনা! আর তার মাঝেই যুদ্ধবিমানের আকাশে উড়ে আসছে বিরাট খবর। হ্যাঁ, রাশিয়া চাইছে ভারতকে তাদের পঞ্চম প্রজন্মের স্টেল্‌থ ফাইটার জেট Su-57E (Russian Su-57E Jet) দিতে। সূত্রের খবর, শুধুমাত্র বিক্রি নয়, বরং সঙ্গে আকর্ষণীয় প্রস্তাবও থাকছে। 

হ্যাঁ, মেক ইন ইন্ডিয়া মডেলে ভারতে উৎপাদন করতে হবে। এমনকি দেশীয় মিসাইল ফিটিং-এর সুযোগ ও ভবিষ্যতে নির্ভরতা কমানোর কৌশল ভারতকে দেওয়া হচ্ছে। আর এই খবর ছড়িয়ে পড়তেই দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মঞ্চের উথালপাতাল অবস্থা। পাকিস্তানের পাশাপাশি চিনের সামরিক বিশ্লেষকদের মধ্যেও তৈরি হয়েছে এবার চাপ।

ভারতেকে রাশিয়ার প্রস্তাব

রাশিয়া বহুদিন ধরেই ভারতকে সামরিকভাবে সহযোগিতা করে এসেছে। তবে এবার তারা যে প্রস্তাব দিয়েছে, তা যথেষ্ট চাপের। কারণ, শুধু Su-57E জেট সরবরাহ নয়। এবার যন্ত্রাংশের এক বিরাট অংশ ভারতেই তৈরির সুযোগ করে দিচ্ছে বলে জানানো হয়েছে। ফলে প্রতিরক্ষা খাতে ভারত অনেকটাই এগিয়ে যাবে, তা বলার অপেক্ষা রাখে না।

Su-57E কেন এত ভয়ংকর?

রাশিয়ার তৈরি পঞ্চম প্রজন্মের স্টেল্‌থ ফাইটার জেট Su-57E। হ্যাঁ, এই যুদ্ধবিমান নিয়ে রাশিয়া দাবি করছে যে, এটি GaN ভিত্তিক AESA রাডার যুক্ত, যা শত্রুর উপস্থিতি অনেক আগে থেকেই শনাক্ত করতে পারে। দ্বিতীয়ত, পৃথিবীর সবথেকে উন্নত রাডার সিস্টেমও এই বিমানের উপস্থিতি ধরতে সমস্যার মুখোমুখি পরে। এমনকি খারাপ আবহাওয়া বা স্বল্প আলোর মধ্যেও নির্ভুলভাবে এটি কাজ করতে পারে।

এমনকি বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, Su-57E এতটাই ক্ষমতাবান যে, এটি নাকি রাফালের মত যুদ্ধবিমানকেও টেক্কা দিতে পারবে। এখন শুধু সময়ের অপেক্ষা।

আরও পড়ুনঃ ৭ থেকে বেড়ে ১৭%, হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে OBC নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

ভারতের এতে কী লাভ হবে?

রাশিয়া যদি ভারতকে এই সামরিক সাহায্য করে, তাহলে মেক ইন ইন্ডিয়া মডেলে বিমান নির্মাণের ক্ষেত্রে ভারত নিজেই ফিফথ জেনারেশন জেট নির্মাণে অনেকটাই এগিয়ে যাবে। এমনকি দেশের অস্ত্র ভান্ডার আরও সুসজ্জিত হবে এবং মিসাইল ও সেন্সর লাগানোর সুবিধা থাকলে খরচ অনেকটাই কমবে। পাশাপাশি পাকিস্তান এবং চিন, কোনও শত্রুই সহজে ভারতের উপর আক্রমণ হানতে পারবে না।

সঙ্গে থাকুন ➥