বিক্রম ব্যানার্জী, কলকাতা: অপেক্ষার আর কয়েকটা ঘন্টা। বিকেল পেরোলেই বাজবে IPL 2025 মেগা ফাইনালের (IPL 2025 Final) দামামা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অষ্টদশ সংস্করণের ট্রফি জিততে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। দুই দলের কাছেই রয়েছে ইতিহাস তৈরির সুযোগ।
এমতাবস্থায়, হাইভোল্টেজ ফাইনালের আগে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। সূত্রের খবর, ফাইনাল শুরুর আগেই আহমেদাবাদ স্টেডিয়ামের বাইরে আচমকা ঘটে গেল ভয়াবহ বিস্ফোরণ। যার জেরে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে গোটা স্টেডিয়াম চত্বরে!
ফাইনালের আগে স্টেডিয়ামের বাইরে বিস্ফোরণ!
IPL 2025 মরসুমের বহু অপেক্ষিত ফাইনালের সকালে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের বাইরে ঘটে গেল ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণ। জানা যাচ্ছে, স্টেডিয়ামের মূল গেটের বাইরে একটি খাবার দোকানে ওই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বেশ কয়েকটি সূত্র অনুযায়ী, মূলত ওই দোকানের কর্মীদের অসতর্কতার কারণে ওই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছিল।
তবে স্বস্তির খবর, ভয়াবহ ওই দুর্ঘটনায় কোনও বড় ক্ষয়ক্ষতি হয়নি। তাছাড়াও দুর্ঘটনাটি সকালের দিকে ঘটায় রাস্তায় লোকজনের কম বিচরণের কারণে বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে।
বড় দুর্ঘটনা ঘটতে পারতো
অনেকেই আশঙ্কা করছেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালের আগে স্টেডিয়ামের সামনে যে ভিড় হয়, সেই ছবি যদি সোমবার সকালে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের বাইরে ধরা পড়তো, সেক্ষেত্রে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। তাছাড়াও ভিড়ের মধ্যে বিস্ফোরণের ঘটনা ঘটলে প্যানিকের মতো পরিস্থিতি তৈরি হতে পারত, তবে বাঁচোয়া যে তেমনটা হয়নি।
অবশ্যই পড়ুন: ইস্টবেঙ্গলের ম্যাচে বিরাট অশান্তি! ময়দানে নামলেন সৌরভ গাঙ্গুলি
উল্লেখ্য, বেশ কয়েকটি রিপোর্ট মারফত খবর, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম পাঞ্জাব কিংসের দুর্ধর্ষ IPL মেগা ফাইনাল দেখতে ইতিমধ্যেই আহমেদাবাদে এসে পৌঁছেছেন বহু ভক্ত। কেউ কেউ আবার একদিন আগে থেকে নরেন্দ্র মোদি স্টেডিয়াম লাগোয়া হোটেলগুলিতে ভাড়া নিয়ে রয়েছেন।