শুধু সেনাবাহিনী নয় এবার ড্রোনের ব্যবহার শুরু করল ভারতীয় রেল! নেপথ্যে কী কারণ?

Published:

Indian Railways
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত কয়েক মাসে খবরের শিরোনামে বারংবার উঠে এসেছে জম্মু ও কাশ্মীর থেকে পঞ্জাব, রাজস্থান গুজরাট পর্যন্ত পাকিস্তানি ড্রোন হামলার একাধিক খবর। এমনকি ভারত পাক সীমান্তে অশান্তি নিয়ন্ত্রণের পরেও কলকাতা সহ একাধিক জেলায় রাতের আকাশে লাল রঙের অজস্র ছোট ছোট আলোর বিন্দু ঘুরে বেড়াতে দেখা যায়। কিন্তু সেগুলি আদেও ড্রোন কিনা তা বোঝা যায়নি। আর সেই জল্পনার মাঝেই এবার সেনাবাহিনীর মতো ভারতীয় রেলও (Indian Railways) ব্যবহার করতে চলেছে ড্রোন।

কোন স্টেশনে ব্যবহার হল ড্রোন?

দেশের জনস্বার্থে এবং সামরিক প্রতিরক্ষার ক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনী ড্রোনের ব্যবহার করে থাকে। আসলে এই ড্রোনের মাধ্যমেই শত্রুপক্ষের আক্রমণের নানা পরিকল্পনা সম্পর্কে প্রাথমিক ধারণা তৈরি করা যায়। বিভিন্ন ছবি এবং ভিডিও রেকর্ড করা যায়। আর সেই পরিকল্পনাকে কাজে লাগিয়ে এবার রেলও ব্যবহার করতে চলেছে ড্রোন। গত এপ্রিল মাস থেকে প্রথমবার অসমের কামাক্ষা রেল স্টেশনে ড্রোনের ব্যবহার শুরু হয়। তারপর থেকেই এই ড্রোন এবার ভারতীয় রেলের নতুন সঙ্গী হয়ে উঠেছে।

কী কারণে ড্রোন ব্যবহার হচ্ছে?

তবে ভারতীয় রেল (Indian Railways) সেনাবাহিনীর মত প্রতিরক্ষার কাজে ব্যবহার করছে না। রেল সূত্রে জানা গিয়েছে, স্টেশন ও ট্রেনের কোচ পরিষ্কারের কাজেই নতুন যুগের ড্রোনকে কাজে লাগাচ্ছে ভারতীয় রেল। রেলমন্ত্রক তরফে জানা গিয়েছে, এত দিন পর্যন্ত এই ট্রেন ও স্টেশন পরিস্কারের কাজে বাড়তি অস্থায়ী কর্মী নিয়োগ করতে হত রেলকে। যা একদিকে বেশ খরচ সাপেক্ষ এমনকি, রেল নিরাপত্তা নিয়েও একাধিক প্রশ্ন থাকত। আর এই কারণেই কারোর উপর নির্ভরশীল না থেকে মেশিনের উপর নির্ভরশীল থাকল ভারতীয় রেলের উত্তর-পূর্ব ডিভিশন।

আরও পড়ুন: আর্থিক লেনদেনে এবার গ্রাহকদের পোহাতে হবে বিপুল চার্জ! 1 জুলাই থেকে বদলে যাবে ক্রেডিট কার্ডের নিয়ম

ভাইরাল ভিডিও

গত মাসে সোশ্যাল মিডিয়ায় ভারতীয় রেলের পোস্ট করা সেই ভিডিওতে দেখা গিয়েছে যে, রেল কর্মীরা ড্রোন উড়িয়ে বগির বাইরের উঁচু দিকটা পরিষ্কার করছেন। সেক্ষেত্রে ড্রোনের সঙ্গে লাগিয়ে দেওয়া হয়েছে সরু একটি পাইপ। সেই পাইপ দিয়ে অনবরত সাবানজল বেরিয়ে ধুয়ে দিচ্ছে রেলের কামরাগুলি। এবং সেটি নিয়ন্ত্রণ করছেন রেলেরই এক সাফাইকর্মী।

এদিকে এই ভিডিও আবার শেয়ার করেছেন বঙ্গীয় বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেই পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘ভারতীয় রেল আজ ট্রেনের কোচ পরিষ্কারের জন্যও ড্রোনের ব্যবহার করছে। যা নতুন ভারতেরই পরিচয়।’

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join