সোনার দরে ফের আগুন, ধরাছোঁয়ার বাইরে এগোচ্ছে রুপোও! আজকের রেট

Published on:

Gold

সৌভিক মুখার্জী, কলকাতা: মধ্যবিত্তদের কপালে আবারো চিন্তার ভাঁজ! ফের রেকর্ড স্পর্শ করলো সোনা রুপোর দর (Gold And Silver Price)। রুপোর দর তো আজ লাগামছাড়া বেড়েছে। আজ কিন্তু হঠাৎ কেন আজ এত ঊর্ধ্বগতি সোনা রুপোর বাজার? বিনিয়োগকারীদের কেন আবার পিছিয়ে আসতে হচ্ছে। কোন শহরে আজ কতই বিকোচ্ছে সোনা রুপো? সবটা জানতে হলে আজকের প্রতিবেদনটির শেষ পর্যন্ত পড়ুন।

22 ক্যারেট হলমার্ক সোনার দাম | Gold Price Today |

  • আজ কলকাতার বাজারে 22 ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 92,900 টাকায়, যা গতকালের তুলনায় 350 টাকা ঊর্ধ্বগতি।
  • আজ চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 90,900 টাকায়।
  • আজ দিল্লি, লখনৌতে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 91,050 টাকায়। 
  • আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 90,950 টাকা।

24 ক্যারেট পাকা সোনার দাম

  • আজ কলকাতার বাজারে 24 ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 97,700 টাকা, যা গতকালের তুলনায় 300 টাকা ঊর্ধ্বগতি।
  • আজ চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরের 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 99,170 টাকায়।
  • আজ দিল্লি, লখনৌতে 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 99,320 টাকায়। 
  • আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরের 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 99,220 টাকায়।

18 ক্যারেট সোনার দাম

  • আজ কলকাতার বাজারে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 74,38030 টাকায়।
  • আজ চেন্নাইতে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 74,800 টাকায়। 
  • আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 74,380 টাকায়। 
  • আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 74,500 টাকায়।
  • আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 74,420 টাকায়।

আজ রুপোর বাজার দর | Silver Price Today |

  • আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি 1,00,700 টাকায়, যা গতকালের তুলনায় 2150 টাকা ঊর্ধ্বগতি।
  • আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে 1,13,000 টাকায়। 
  • আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে 1,02,000 টাকায়।

আরও পড়ুনঃ মেয়ের বিয়ের জন্য ৫০ হাজার টাকা দেবে সরকার

এখনই কি বিনিয়োগ করবেন?

কিছুদিন টানা দরপতন দেখা যাচ্ছিল সোনা রুপোর বাজারে। তবে জুন মাস পড়তে না পড়তেই যেন লাগাম ছাড়া বাড়ছে দর। ফলে বিনিয়োগকারী থেকে শুরু করে সাধারণ ক্রেতারা এক প্রকার মুখ থুবড়ে পড়েছে। যারা গয়না হিসেবে সোনা কিনতে চান তাদের দরপতনের জন্য অপেক্ষা করে নেওয়ায় সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। তবে বিনিয়োগকারীরা অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্তের পথে হাঁটবেন।

সঙ্গে থাকুন ➥