KKR থেকে বেরিয়ে গিয়েও পেলেন না সাফল্য! হম্বিতম্বিই সার হল শ্রেয়সের?

Published on:

Shreyas Iyer could not lead Punjab to the final despite leaving KKR

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 17 বছরের অপেক্ষার অবসান হয়েছে কোহলি ভক্তদের। শেষ পর্যন্ত 2025 মরসুমে IPL ট্রফি কাঁধে তুলেছেন বিরাট রাজা। তবে কোহলিদের স্বপ্ন পূরণের মাঝে ফিকে হয়ে এসেছে কলকাতা নাইট রাইডার্স থেকে বিতাড়িত তারকা শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) আত্মবিশ্বাস! না, আত্মবিশ্বাসটা কিছুটা টিকে থাকলেও স্বপ্নটা একেবারে জলে ভেসেছে আইয়ারের। শেষবারের মতো মুম্বইয়ের বড় রানের লক্ষ্য তাড়া করেও কোহলির সামনে পৌঁছতেই ফাইনালেই বধ হলেন KKR প্রাক্তনী।

দুই দলকে চ্যাম্পিয়ন করা হল না শ্রেয়সের

গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একেবারে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েছিল KKR। সেবার অবশ্য নাইটদের স্টিয়ারিং ছিল ভারতীয় তারকা আইয়ারের হাতেই। সেই মতোই কর্ণধার শাহরুখের ভরসার জায়গা শক্ত হাতে ধরে রেখেছিলেন আইয়ার। শেষ পর্যন্ত IPL 2024 ট্রফি কলকাতার ঘরে তুলে পুনরায় একই দলে খেলার ইচ্ছা মনে পুষে রেখেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত সেই আশায় জল ঢেলেছে টাকার অঙ্ক।

শোনা যায়, আইয়ার যে অর্থ দাবি করেছিলেন তা নাকি দিতে রাজি হয়নি নাইট কর্তৃপক্ষ। আর সেই কারণেই শেষ পর্যন্ত গত নভেম্বরের নিলাম টেবিল থেকে কলকাতার সোনার ডিম পাড়া হাঁসকে কিনে নেয় প্রীতির পাঞ্জাব। আর এতেই একপ্রকার ভাগ্য বদলের আশা দেখেছিল পাঞ্জাবিদের দল।

সেই মতোই আইয়ারের হাত ধরেই দীর্ঘ 11 বছরের অপেক্ষা ঘুঁচেছিল পাঞ্জাবের। প্রথমে প্লে অফ তারপর একেবারে ফাইনাল, সবই হয়েছিল KKR প্রাক্তনীর হাতেই। সেই সূত্রেই বহু পাঞ্জাব ভক্ত আশা করেছিলেন, আইয়ার যে মহিমায় রয়েছেন তাতে এবারের IPL ঘরে তুলবে PBKS। কিন্তু তেমনটা হল না!

অবশ্যই পড়ুন: কোন দল কত পেল? কে হলেন টুর্নামেন্টের সেরা প্লেয়ার! দেখে নিন IPL 2025-র সেরার তালিকা

গতকাল কোহলিদের বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামতেই ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল পাঞ্জাবের ফাইনাল জয়ের আশা। ম্যাচ সমাপ্তিতে ঘটল তেমনটাই। শত চেষ্টা করেও, রাজা বিরাটের হাত থেকে ট্রফি ছিনিয়ে নিতে পারলেন না কলকাতার পুরনো যোদ্ধা আইয়ার। আর এমন ব্যর্থতার পরই, কেউ কেউ আবার তাঁর চেষ্টাকে ভুলে গিয়ে খানিকটা ঠুকে বলছেন, বড় বড় কথা বলেই শেষ! ফাইনাল জেতা তো আর হল না! তবে এমন বক্তব্যের মাঝেও বহু প্রশংসা কুড়িয়ে নিয়েছে আইয়ার। দীর্ঘ বহু বছর পর পাঞ্জাবকে ফাইনালে তুলে যে কৃতিত্ব আইয়ার দেখিয়েছেন, তা যে সত্যিই প্রশংসনীয় সে কথা বলার অপেক্ষা রাখে না।

সঙ্গে থাকুন ➥