বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ 18টা বছর ধরে স্বগর্বে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আপাতত অষ্টদশ সংস্করণ শেষ। IPL পেয়ে গিয়েছে নতুন চ্যাম্পিয়নদের। দীর্ঘ চেষ্টা, পরিশ্রম ও একাধিক যুদ্ধের পর অবশেষে প্রথমবারের জন্য IPL চ্যাম্পিয়ন হয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
তবে সেসব তো আছেই, কিন্তু জানেন কি, IPL ট্রফির (IPL Trophy) গায়ে সংস্কৃত ভাষায় চার শব্দে কী লেখা থাকে? নজরে এসেছে নিশ্চয়ই! তা নিয়ে বুদ্ধিও খরচ হয়ে গেছে অনেকটাই, কিন্তু উত্তর মেলেনি তাই তো? আজকের প্রতিবেদনে রইল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ট্রফির 4 শব্দের কাহিনী।
বেশিরভাগেরই অজানা
দীর্ঘদিন ধরে IPL ট্রফি দেখছেন ভারতের ক্রিকেট প্রিয় মানুষজন। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মূল ট্রফির গায়ে যে চার শব্দের সংস্কৃত লাইন লেখা তার আসল অর্থ কী তা জানেন না সিংহভাগ মানুষই। কেউ কেউ আবার, ওই লেখার ভুল অর্থ খুঁজে বের করেন। তবে এসব এখন থেকে আর করতে হবে না! প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়লেই মিলবে চার সংস্কৃত শব্দের অর্থ।
IPL ট্রফিতে চার শব্দে কী লেখা থাকে?
এ বছরও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ট্রফি দেখেছেন ভক্তরা। তবে ট্রফির গায়ে যে চার শব্দে সংস্কৃত লাইন লেখা রয়েছে তা নজরে পড়লেও লেখাটির অর্থ উদ্ধার করতে পারেননি অনেকেই। সেই সূত্রে বলি, IPL ট্রফির গায়ে লেখা থাকে ‘যত্র প্রতিভা অবসর প্রাপনোতিথি।’ কিন্তু কী এর অর্থ? জানব।
অবশ্যই পড়ুন: তিন সেনাকে দুর্বল করলেন ইউনূস? ভয়ঙ্কর খেলা চলছে বাংলাদেশে!
চার শব্দের অর্থ কী?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মূল ট্রফির গায়ে যে সংস্কৃত শ্লোক বা বাক্য লেখা থাকে সেই ‘যত্র প্রতিভা অবসর প্রাপনোতিথি’ লেখাটি বাংলায় তর্জমা করলে মানে দাঁড়ায়, প্রতিভার সুযোগের সদ্ব্যবহারের মঞ্চ। হ্যাঁ, IPL ট্রফির গায়ে এমন কথাই লেখা রয়েছে। অর্থাৎ IPL-র মঞ্চ আসলে তরুণ ক্রিকেটারদের প্রতিভা দেখানোর জায়গা।