সৌভিক মুখার্জী, কলকাতা: দক্ষিণ এশিয়ার রাজনৈতিক এবং কূটনৈতিক সমীকরণ এবার বদলে যাচ্ছে। হ্যাঁ, এবার শুধু আর ভারতের দিকে তাকিয়ে থাকবে না ঢাকা (Bangladesh)। বরং, কাজের খোঁজে লক্ষ লক্ষ বাংলাদেশি জাপানে পাড়ি জমাবে। এমনটাই জানালো বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের দপ্তরের প্রেস সচিব।
আসলে জাপানের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক চুক্তি ইতিমধ্যেই ঢাকার প্রশাসনিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। কারণ, প্রতিবছর নাকি অন্তত এক লক্ষ বাংলাদেশী কর্মী এবার জাপানে যাওয়ার সুযোগ পাবে বলে খবর ছড়িয়েছে।
ভারতের সঙ্গে সম্পর্ক কাটিয়ে জাপানের হাত ধরা?
হাসিনা জামানায় বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক মোটামুটি ঘনিষ্ঠই ছিল। তবে সাম্প্রতিক সময়ে যেন দুই দেশের মধ্যে সাপে-নেউলে সম্পর্ক হয়ে উঠেছে। এদিকে মহম্মদ ইউনূস দায়িত্বে আসার পর থেকেই একের পর এক ভারত বিরোধী সুর গেঁয়ে চলেছেন। যেখানে পাকিস্তান এবং চিনের সঙ্গে তিনি হাতে হাত মেলাতে চলেছেন এবং ভারতের অবদান ভুলে তাকেই পথের কাঁটা ভেবে তালিকা থেকে হটাতে চাইছে।
জাপান সফরে বিরাট ঘোষণা
সূত্রের খবর, সম্প্রতি টোকিও সফরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস উপস্থিত ছিলেন। সেখানে তিনি বৈঠক সারেন জাপানের সরকারি আধিকারিক ও শিল্পপতিদের সঙ্গে। আর ঠিক তার পরেই প্রেস সচিব বিস্ফোরক তথ্য জানান। তিনি বলেন, জাপান সরকার আগামী পাঁচ বছরে অন্তত এক লক্ষ বাংলাদেশী কর্মী নিতে চায়। আর আমরা ইতিমধ্যে তোরজোড় শুরু করেছি।
আরও পড়ুনঃ ঘরের শত্রু বিভীষণ! বরখাস্ত হওয়ার পর গ্রেপ্তার কাশ্মীরে জঙ্গিদের সাহায্যকারী ৩ সরকারি কর্মী
ভিসা জটিলতার অবসান
তবে কাজের সুযোগ থাকলেও এতদিন পর্যন্ত জাপানে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশীদের প্রধান বাঁধা হয়ে দাঁড়াতো ভিসা। কিন্তু এবার সেই সমস্যার সমাধান হতে চলেছে। হ্যাঁ, এমনটাই জানাচ্ছে ঢাকা। জানা গিয়েছে যে, জাপানি কর্পোরেট সংস্থাগুলি বাংলাদেশের শিল্পখাতে বিনিয়োগ করছে। আর এর ফলে শুধুমাত্র কর্মী পাঠানো নয়, বরং দেশের অভ্যন্তরে কর্মসংস্থানও তৈরি হতে পারে।