সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের শেয়ারবাজারে (Stock Market) বিরাট ধস! একধাক্কায় মুকেশ আম্বানির লস হল 7645 কোটি টাকা! হ্যাঁ, টাটার ক্ষতিও প্রায় 17 হাজার কোটি টাকার বেশি! আসলে বাজারের সামগ্রিক মন্দা পরিস্থিতির মাঝেই বিপুল ক্ষতির মুখে পড়েছে দুই ব্যবসায়ী।
যেখানে এলআইসি এবং স্টেট ব্যাঙ্কের মতো সংস্থাগুলি লাভের দিকে এগোচ্ছে, সেখানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বা টিসিএস, ইনফোসিস, আইসিআইসিআই ব্যাঙ্ক, বাজাজ ফিনান্স ও হিন্দুস্তান ইউনিলিভারের মতো সংস্থাগুলির শেয়ারে বিরাট পতন দেখা যাচ্ছে।
আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ক্ষতি 7645 কোটি টাকা
দেশের অন্যতম বৃহত্তম সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ গত এক সপ্তাহে তাদের বাজার মূল্য থেকে প্রায় 7645.85 কোটি টাকা হারিয়েছে। আর এই পতনের ফলে সংস্থার বর্তমান বাজার মূল্য দাঁড়িয়েছে 19,22,693.71 কোটি টাকা।
আরে এই ক্ষতির সরাসরি প্রভাব পড়ছে সংস্থার চেয়ারম্যান মুকেশ আম্বানির ব্যক্তিগত সম্পত্তিতে। যদিও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এখন দেশের সবথেকে মূল্যবান সংস্থা, তবুও এই পতন তাদের শীর্ষস্থান ধরে রাখার লড়াইকে কিছুটা পিছনের দিকে ঠেলে দিচ্ছে।
টাটার ক্ষতি 17 হাজার কোটি টাকার বেশি
এদিকে টাটা গ্রুপের অন্যতম শাখা টিসিএস-এর বাজার মূল্যে বিরাট পতন দেখা গিয়েছে। হ্যাঁ, এই সংস্থার বাজার মূল্য কমেছে প্রায় 17,909.53 কোটি টাকা। ফলে তাদের বর্তমানে মূলধন এসে দাঁড়িয়েছে 12,53,486.42 কোটি টাকায়।
আর এই বিরাট পতনের ফলে টাটা পরিবারের সদস্য নোয়েল টাটা বিশাল ক্ষতির মুখোমুখি পড়েছেন। পরোক্ষভাবে এই বাজার পতনের প্রভাব তাদের শেয়ারহোল্ডিং-এর উপর পড়ছে। ফলে তাদের মোট আর্থিক ক্ষতির অংক ছাড়িয়ে গিয়েছে 17 হাজার কোটি টাকা।
এলআইসি দেখাচ্ছে চমক
যেখানে দেশের বড় বড় সংস্থাগুলি ক্ষতির মুখ দেখছে, সেখানে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন গত এক সপ্তাহে 59,233.61 কোটি টাকা মুনাফা পেয়েছে। হ্যাঁ, বর্তমানে সংস্থার বাজার মূল্য দাঁড়িয়েছে 6,03,120,16 কোটি টাকা। এর পাশাপাশি স্টেট ব্যাঙ্ক, ভারতী এয়ারটেল, এইচডিএফসি ব্যাঙ্কের মতো সংস্থাগুলিও লাভের মুখ দেখেছে।
আরও পড়ুনঃ সোনার দরে ফের আগুন, ধরাছোঁয়ার বাইরে এগোচ্ছে রুপোও! আজকের রেট
লস খেয়েছে আরও কিছু কোম্পানি
তবে টাটা ও আম্বানির পাশাপাশি বাজার মূল্য হ্রাস পেয়েছে আরও কিছু সংস্থার। তালিকার প্রথমে রয়েছে ICICI Bank, যাদের 2605.81 কোটি টাকা ক্ষতি হয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে Bajaj Finance, যাদের 4061.05 কোটি টাকা লোকসান হয়েছে। তালিকার তৃতীয় স্থানে রয়েছে Hindustan Unilever, যাদের 1973.66 কোটি টাকা ক্ষতি হয়েছে এবং চতুর্থ স্থানে রয়েছে Infosys , যাদের 656.45 কোটি টাকা ক্ষতি হয়েছে।