সৌভিক মুখার্জী, কলকাতা: চিনকে দীর্ঘদিন ধরেই প্রযুক্তির জেরে ফ্যাক্টরি অফ দ্য ওয়ার্ল্ড বলা হতো। কিন্তু এবার সেই ধারণাতে বিরাট ধাক্কা। হ্যাঁ, কারণ ভারত (India) এবার চিনকে টপকে গেল iPhone রপ্তানিতে। সূত্র বলছে, 2025 সালের এপ্রিল মাসে ভারতে তৈরি হয়েছে 3 মিলিয়ন আইফোন, যা সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে। অন্যদিকে চিনে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র 9 লক্ষ ইউনিট।
শুরুটা ট্রাম্পের শুল্কনীতিকে কেন্দ্র করে
জানিয়ে রাখি, ভারতের এই সাফল্যের সূচনা হয়েছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন চিনের উপর 30% শুল্ক চাপিয়েছিল ঠিক তখন। ফলে Apple-র মতো সংস্থার কাছে চিনে উৎপাদন করা মোবাইল ফোন তখন আরও ব্যয়বহুল হয়ে পড়ে। আর ভারতের উপর তখন মাত্র 10% রপ্তানি শুল্ক আরোপিত ছিল। তাই Apple-র মতো সংস্থাগুলি নতুন করে উৎপাদনের বিকল্প রাস্তা খুঁজতে শুরু করে। আর ভারতই সেই পথের প্রথম পথিক।
তামিলনাড়ু এবং কর্ণাটক এখন iPhone-র হাব
ভারতের তামিলনাড়ু এবং কর্নাটকের কারখানাগুলি এখনো iPhone-র হাই মডেলগুলি তৈরি করছে। হ্যাঁ, Tata, Foxconn ও Pegatron-র মতো বিশ্বমানের পার্টনাররা এখন ভারতের মাটিতেই iPhone-র বেশিরভাগ কাজ করছে। Apple-র CEO টিম কুক জানিয়েছে যে, 2025 সালের জুন মাসের পর মার্কিন বাজারে যে iPhone বিক্রি হবে, তার সিংহভাগই হবে ভারতের তৈরি।
2026 সালের মধ্যে বিরাট লক্ষমাত্রা
Apple-র লক্ষ্যমাত্রা এখন বিরাট। তারা চাইছে, 2026 সালের মধ্যে ভারতে প্রতি 3 মাসে 20 মিলিয়ন iPhone উৎপাদন করতে। তবে এই বিপুল পরিমাণ চাহিদা মেটানো ভারতের কাছে চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। কিন্তু যেভাবে মেক ইন ইন্ডিয়া উদ্যোগ এবং উৎপাদনের পরিকাঠামো গড়ে উঠেছে, তাতে করে সেই চ্যালেঞ্জ খুব একটা কঠিন হয়ে দাঁড়াবে না বলেই মনে করছে সবাই।
আরও পড়ুনঃ বিস্ফোরক ইউনূস! ভারতকে পাশে না পেয়ে দিল্লির বন্ধু দেশে পাড়ি জমাচ্ছে লক্ষ লক্ষ বাংলাদেশী
তালিকাতেই নেই পাকিস্তান
ভারতের এই বিরাট সাফল্যে মার্কিন কর্তৃপক্ষ রীতিমতো চমকে উঠেছে। হ্যাঁ, তারা ধারণাও করেনি, যে এত তাড়াতাড়ি তারা চিনকে টপকে যাবে। অন্যদিকে পাকিস্তানের মতো প্রতিবেশী দেশের কাছে এই খবর যেন কল্পনা সাপেক্ষ। তারা এখনো পর্যন্ত প্রযুক্তির ধারে কাছেই ঘেঁষতে পারেনি।
হিসাব বলছে, 2024-25 অর্থবর্ষে ভারত থেকে 11.5 মিলিয়ন iPhone ইউনিট রপ্তানি হয়েছে। আর শুধুমাত্র 2025-এর মার্চেই 4.4 মিলিয়ন ইউনিট iPhone রপ্তানি হয়েছে। যদিও ডোনাল্ড ট্রাম্প আবারো হুমকি দিয়ে বসেছেন যে, তিনি ভারতে তৈরি আইফোনের উপর 25% শুল্ক বসাবে। তবুও Apple এখনও তাদের সিদ্ধান্তেই অটুট রয়েছে।