রেডি রাখুন ছাতা! কয়েক ঘন্টা পরেই হুড়মুড়িয়ে বৃষ্টি ৯ জেলায়, আবহাওয়ার আপডেট

Published on:

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: গতকাল রাতে হঠাৎ করেই ঝমঝমিয়ে শুরু হয়েছিল বৃষ্টি (Weather Update) । নিমেষেই বঙ্গের আবহাওয়া ঠাণ্ডা হয়ে গিয়েছিল। গুমোট ভাব অনেকটাই কেটে গিয়েছিল। ব্যাপক ঝড়-বৃষ্টির ছবি দেখা গিয়েছে জেলায় জেলায়। কিন্তু তার পরমুহুর্তেই ফের যেইকে সেই অস্বস্তিকর আবহাওয়া তৈরি হয়েছে। তবে আপাতত বর্ষা আসার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। এমনটাই বলছে আবহাওয়া দফতর।

এদিকে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তার প্রভাবেই নামক রাজ্যের বিভিন্ন জেলায় আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে ঝড়বৃষ্টি। এদিকে তাপপ্রবাহের সম্ভাবনাও তৈরি হয়েছে। শুষ্ক পশ্চিমা বায়ুর প্রভাবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। এবং ঘূর্ণাবর্তের প্রভাবে মাঝেমধ্যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণের বেশ কয়েকটি জেলায়। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। আজকে প্রতিবেদনের মাধ্যমে একনজরে দেখে নেওয়া যাক বিকেলের দিকে কোন কোন এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া

আজও সকাল থেকে আংশিক মেঘে ঢেকে রয়েছে গোটা দক্ষিণবঙ্গের আকাশ। মাঝে মধ্যে কয়েক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে দেখা গিয়েছে। আজও বিকেলের দিকে মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা—এই সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে। তবে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহের শেষে ফের বাড়তে পারে তাপমাত্রা। তাই বৃষ্টি নামলেও আপাতত গরম থেকে নেই রেহাই। অন্যদিকে পশ্চিম ও উত্তর-পশ্চিমের গরম হাওয়ায় থমকে গিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। যার দরুন এইমুহুর্তে বর্ষা আসার সম্ভাবনা দক্ষিণবঙ্গে একেবারে নেই বললেই চলে।

আরও পড়ুন: পিনকোড অতীত, আসছে নয়া যুগের ‘ডিজিপিন’, এভাবে বলে দেবে রাস্তা থেকে ঠিকানা

উত্তরবঙ্গে আজকের আবহাওয়া

এদিকে দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমের পরিস্থিতি তৈরি হলেও উত্তরবঙ্গে অনবরত হয়েই চলেছে বৃষ্টি। উপরের দিকের বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। একটানা বৃষ্টিতে ধসের আশঙ্কাও তৈরি হয়েছে। আর তার সঙ্গেই পাল্লা দিতে বাড়ছে একাধিক নদীর জলস্তর। হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে দার্জিলিং ও উত্তর দিনাজপুরে বৃষ্টির পরিমাণ ৭ সেমি-র বেশি হতে পারে। এবং কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহ, দক্ষিণ দিনাজপুর সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

সঙ্গে থাকুন ➥