সরকারি নিয়োগপত্র পেয়েও কাজে যোগ দিতে অনিচ্ছুক চাকরিপ্রার্থীরা! মাথায় হাত কমিশনের

Published on:

Upper Primary Teaching Job

প্রীতি পোদ্দার, কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশে গত এপ্রিল মাসে ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল হয়ে যাওয়ায় প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়ে গিয়েছে। অনিশ্চিত হয়ে পড়েছে তাঁদের ভবিষ্যৎ। তার উপর এই সরকারি চাকরি বাতিল আবহে ফের প্রসঙ্গ উঠে এল উচ্চ প্রাথমিকে নিয়োগের (Upper Primary Teacher Recruitment)। এখনও পর্যন্ত সেই নিয়োগ প্রক্রিয়ার কাউন্সেলিং চলছে। ষষ্ঠ কাউন্সেলিং প্রক্রিয়ায় পদ পূরণ না হওয়ায় সপ্তম কাউন্সেলিং হবে। আর এই আবহে সরকারি চাকরির সুযোগ পেয়েও প্রায় ৫০০-র বেশি চাকরিপ্রার্থী কাজে যোগদান করার ক্ষেত্রে অনীহা প্রকাশ করলেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কাজে যোগদানে নারাজ ৫০০-র বেশি চাকরিপ্রার্থী!

একদিকে চাকরি নিয়ে সংশয় অন্যদিকে সরকারি চাকরির নিয়োগপত্র পেয়েও কাজে যোগ দিতে চাইছেন না অজস্র চাকরি প্রার্থী। গত বছরের শেষ থেকে শুরু হয়েছে উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ার (Upper Primary Teaching Job) কাউন্সেলিং পর্ব। দীর্ঘ ১২ বছর অপেক্ষার পর শুরু হয়েছিল উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া। কিন্তু এত বছর অপেক্ষার পরেও চাকরি করতে চান না ৫০০-র বেশি চাকরিপ্রার্থী। কাউন্সেলিং-এ উপস্থিত থেকে নিয়োগপত্র গ্রহণ করেও তাঁদের এই সিদ্ধান্ত আনুষ্ঠানিক ভাবে স্কুল সার্ভিস কমিশনকেও জানিয়ে দিলেন তাঁরা। এদিকে এখনও বাকি ১৪১০ জন পরীক্ষার্থীর কাউন্সেলিং।

কাউন্সেলিং-এর সময়েও অনুপস্থিত প্রার্থীরা!

সূত্রের খবর, গত বছরের ২৮ অগস্ট হাই কোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে চার সপ্তাহের মধ্যে ১৪,০৫২ জনের চাকরি সুনিশ্চিত করে মেধা তালিকা প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। শেষে তড়িঘড়ি জাতিগত এবং শিক্ষাগত কিছু গরমিলের জন্য ৯৬ জন চাকরিপ্রার্থীর নাম বাতিল করে ২৫ সেপ্টেম্বর ২০২৪ মেধা তালিকা প্রকাশ করা হয়েছিল। তার পরেই দফায় দফায় শুরু হয় কাউন্সেলিং। এদিকে সেই সময়ও দেখা গিয়েছে ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের অনুপস্থিতি এবং প্রত্যাখ্যানের সংখ্যা অনেক বেশি। আর এবার কাজে যোগদানের এই অনীহাও নজরে এল কমিশনের।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুন: পিনকোড অতীত, আসছে নয়া যুগের ‘ডিজিপিন’, এভাবে বলে দেবে রাস্তা থেকে ঠিকানা

প্রসঙ্গত, এখনও পর্যন্ত কাউন্সেলিং চলছে উচ্চ প্রাথমিকে নিয়োগের। ষষ্ঠ কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে। পদ পূরণ না হওয়ায় সপ্তম কাউন্সেলিং হবে। আগামী সপ্তাহেই হয়তো সেই প্রক্রিয়া শুরু হবে। তবে যাঁরা কাজে যোগদান করতে চাইছে না, তাঁদের শূন্যস্থান কীভাবে পূরণ করা হবে তাই নিয়ে স্কুল সার্ভিস কমিশনের কাছে যোগাযোগ করা হলে এখনও পর্যন্ত সেই বিষয় নিয়ে কিছু জানানো হয়নি।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group