নিমেষেই মুশকিল আসান! ইন্টারনেট ছাড়াই চলবে AI, নয়া অ্যাপ আনছে Google

Published on:

Google is bringing AI Edge Gallery App to work without internet

বিক্রম ব্যানার্জী, কলকাতা: লাগবে না কোনও ইন্টারনেট! বিনা ইন্টারনেট সংযোগেই অ্যান্ড্রয়েড ফোনে চালানো যাবে AI। বিশেষ সুবিধা আনলো Google। মূলত গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে এবার AI Edge Gallery নামক একটি নতুন অ্যাপ চালু করতে যাচ্ছে Google। জানিয়ে রাখি, একেবারে ইন্টারনেট ছাড়াই এই অ্যাপ ব্যবহার করতে পারবেন অ্যান্ড্রয়েড ইউজাররা। কী কাজ হবে এই অ্যাপে?

Google-র AI Edge Gallery দিয়ে কী কী কাজ হবে?

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, টেক জায়ান্ট Google যে নতুন প্ল্যাটফর্মটি নিয়ে আসছে তা দিয়ে মূলত অফলাইনেই ছবি তৈরি, কোড লেখা কিংবা কৃত্তিম বুদ্ধিমত্তার হাত ধরে নানান প্রশ্নের উত্তর খুঁজে পাবেন ব্যবহারকারীরা। টেক জায়ান্টের এই নতুন অ্যাপে যেমন ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা সুরক্ষিত থাকবে, ঠিক তেমনই সার্ভারে আলাদা করে তথ্য পাঠানো বা প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করার কোনও দরকার পড়বে না।

AI Edge Gallery-র বৈশিষ্ট্য

Google তাদের এই নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত অ্যাপে নিজস্ব ভাষা মডেল অর্থাৎ জেমিনি 3-1B রেখেছে। অর্থাৎ, এই অ্যাপের কেন্দ্রে রয়েছে Google-এর Gemini ভাষা মডেল। বলা বাহুল্য, মাত্র 529 মেগাবাইট আকারের এই মডেল প্রতি সেকেন্ডে 2 হাজার 585টি টোকেন প্রক্রিয়াজত করতে সক্ষম। ফলত, ইন্টারনেট ছাড়াই খুব সহজেই একেবারে অল্প সময়ে টেক্সট তৈরি, ডকুমেন্ট বিশ্লেষণ ও মেসেজিং অ্যাপে স্মার্ট রিপ্লাই দেওয়ার মতো কাজ করতে পারবে টেক জায়ান্টের এই প্ল্যাটফর্ম।

Google জানিয়েছে, নতুন অ্যাপ্লিকেশনটি তৈরি করা হয়েছে AI Edge প্ল্যাটফর্মের আদলে। সংস্থার তরফে পাওয়া তথ্য অনুযায়ী, এই অ্যাপে ব্যবহৃত হয়েছে মিডিয়াপাইপ ও টেনসরফ্লো লাইটের মতো উন্নত প্রযুক্তি। এই প্রযুক্তি মূলত ফোনের হার্ডওয়্যার অনুসারে AI পারফরমেন্সকে অপটিমাইজ করতে পারে। যদিও সংস্থা জানিয়েছে, উন্নত প্রযুক্তি ব্যবহার করা হলেও এই অ্যাপটি আলাদা আলাদা ডিভাইজে ভিন্ন পারফরমেন্স দেখাতে পারে। তবে হ্যাঁ, একেবারে পুরনো মডেলের ফোনে এই অ্যাপ চালানো দুষ্কর।

অবশ্যই পড়ুন: ভারতে গাড়ি তৈরি করতে রাজি নয় টেসলা, রয়েছে অন্য প্ল্যান

iphone ব্যবহারকারীদের জন্যও আসছে অ্যাপের iOS ভার্সন

সংস্থা জানিয়েছে, AI Edge Gallery অ্যাপে মূল AI Chat ও Ask Image এই দুই প্রধান ফিচার থাকবে। এই দুই ফিচারের মাধ্যমে সহজেই লেখা বা ছবি ভিত্তিক AI সহযোগিতা পেতে পারবেন ব্যবহারকারীরা। Google জানিয়েছে, প্রাথমিকভাবে এই প্ল্যাটফর্ম অ্যানড্রেয়েড ব্যবহারকারীদের জন্য চালু হলেও খুব শীঘ্রই এই অ্যাপের iOS সংস্করণও লঞ্চ করা হবে।।

সঙ্গে থাকুন ➥