নিত্যযাত্রীদের জন্য সুখবর! নিউ টাউন-সল্টলেক থেকে চালু ৫টি নতুন রুটের বাস পরিষেবা

Published on:

Bus Service

সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘদিন বাসের (Bus Service) দাবিতে যেন শ্বাসরুদ্ধ হয়ে উঠেছিল নিউ টাউন এবং সল্টলেকের কিছু অংশ। হ্যাঁ, কর্মস্থল থেকে শুরু করে স্কুল-কলেজ, হাসপাতাল, যেখানেই যেতে হতো, বাসের জন্য দীর্ঘ অপেক্ষা করতে হতো নিত্য যাত্রীদের। আর এবার সেই সমস্যার সমাধান করতে বিরাট পদক্ষেপ নিল রাজ্যের পরিবহন দপ্তর।

সূত্রের খবর, নিউটাউন এবং সল্টলেক থেকে এবার নতুন পাঁচটি রুটে চালু হচ্ছে সরকারি বাস পরিষেবা। আর এর ফলে উত্তর এবং দক্ষিণ কলকাতার সঙ্গে দুই হাবের সংযোগ হবে আরো সহজ, দ্রুত এবং সাশ্রয়ী উপায়ে। হ্যাঁ, এমনটাই আশা করছে প্রশাসন।

কোন কোন রুটে মিলবে এই বাস পরিষেবা?

পরিবহন দপ্তর সূত্রে যেমনটা জানা যাচ্ছে, আগামী সপ্তাহ থেকে চালু হচ্ছে নতুন পাঁচটি বাস রুট। আর তার মধ্যে থাকছে ইকো স্পেস বা নিউ টাউন থেকে বেলগাছিয়া, ইকো স্পেস থেকে কলকাতা স্টেশন, ইকো স্পেস তাকে কুঁদঘাট বা দক্ষিণ কলকাতা, সল্টলেক থেকে হাওড়া স্টেশন এবং সল্টলেক থেকে মধ্যমগ্রাম।

আর এই নয়া রুটগুলি কলকাতার উত্তর থেকে শুরু করে দক্ষিণ এবং শহরতলীর সঙ্গে নিউটাউন ও সল্টলেকের বাসিন্দাদের মধ্যে এক প্রকার সংযোগ ঘটাবে, তা বলার অপেক্ষা রাখে না। এক কথায় এক ছাতার তলায় এনে দেবে যাত্রীদের।

আরও পড়ুনঃ গর্বের খবর! চিনকে পিছনে ফেলে এগিয়ে গেল ভারত, হতবাক আমেরিকাও! ধারেপাশে নেই পাকিস্তান

তবে শুধু নতুন রুট নয়, বরং সল্টলেক এবং নিউটন থেকে ছাড়া পুরনো বাসগুলোর ডিপোর সংখ্যাও বাড়ানো হচ্ছে বলে খবর পরিবহন দপ্তর সূত্রে। অর্থাৎ, যাত্রীরা এবার আগের তুলনায় ঘন ঘন বাস পাবে। ফলে দীর্ঘক্ষণ ধরে আর বাসের জন্য অপেক্ষা করতে হবে না। 

প্রসঙ্গত, কিছু মাস আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার বাস পরিষেবা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিল। তিনি নির্দেশ দিয়েছিল যে, জনঘন যাতে ভোগান্তিতে না পড়ে, তার জন্য রাস্তায় পর্যাপ্ত পরিমাণে বাস চালাতে হবে। আর সেই নির্দেশকে বাস্তবায়ন করতেই পরিবহন দপ্তর বড়সড় পদক্ষেপ নিয়েছে বলে মনে করছে বেশ কিছু বিশেষজ্ঞ।

সঙ্গে থাকুন ➥