রাজ্যের স্কুলে বাড়ছে শিক্ষকের ঘাটতি, সমাধানে বৈঠকে শিক্ষা সংসদ, চালুর পথে ক্লাস্টার মডেল

Published:

WBCHSE
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: চলতি বছর থেকেই একাদশ ও দ্বাদশে সেমেস্টার পদ্ধতি চালু করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। তবে শুধু সেমেস্টার পদ্ধতি নিয়ে আলোচনা নয়, এর পাশাপাশি পঠনপাঠনের ক্ষেত্রে ক্লাস্টার নিয়ে আসার ভাবনা চিন্তা শুরু করেছে বোর্ড। যদিও এই কনসেপ্টের ইঙ্গিত অনেক আগেই দিয়েছেন খোদ সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, যে সমস্ত স্কুলে শিক্ষকের ঘাটতি রয়েছে, সেখানে ক্লাস্টার পদ্ধতি অবলম্বন করা হবে। ইতিমধ্যেই সম্পূর্ণ ‘ম্যাপিং’ প্রক্রিয়াও সম্পন্ন হয়ে গিয়েছে।

উচ্চ মাধ্যমিক স্তরে ক্লাস্টার ব্যবস্থা | Cluster Model in HS by WBCHSE

সংসদের তরফে জানা গিয়েছে আগামী সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টার এবং একাদশের দ্বিতীয় সেমেস্টার। তাই তার স্কুলে স্কুলে শিক্ষকের ঘাটতি কমাতে তার আগেই ‘ক্লাস্টার মডেল’ চালু হতে চলেছে। সংসদের (WBCHSE) তরফে দেওয়া রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, রাজ্য জুড়ে শিক্ষা সংসদের অধীনে মোট ৭০০২ টি স্কুল রয়েছে।

কলা, বাণিজ্য এবং বিজ্ঞান বিভাগ মিলিয়ে মোট ৪৯টি বিষয় পড়ানো হয় ওই স্কুলগুলিতে। কিন্তু বর্তমানে বিষয়ভিত্তিক শিক্ষকের অভাব থাকায় সমস্যায় পড়েছে পড়ুয়ারা, তাই এই ব্যবস্থা এবার বাস্তবায়িত হতে চলেছে।

কী বলছেন শিক্ষা সংসদ সভাপতি?

এই প্রসঙ্গে, সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘‘আমরা চাই ছাত্র-ছাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয়। তাই শিক্ষক ঘাটতি মেটাতে পড়ুয়াদের সুবিধার্থে ‘ক্লাস্টার মডেল’-র ব্যবস্থা নেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, ১০ জন পড়ুয়া পিছু একজন শিক্ষক প্রয়োজন। কিন্তু সর্বত্র এই অনুপাত দেখা যায় না। তাই স্থির করা হয়েছে, ওই হাব স্কুল এবং আশে পাশের স্কুলগুলির শিক্ষকরা ঘুরিয়ে ফিরিয়ে সব ক’টি স্কুলে ক্লাস নেবেন।”

শিক্ষা সংসদের তরফে জানা গিয়েছে এই প্রক্রিয়ায় ‘এডুকেশন সাব ডিভিশন’ অনুযায়ী জেলা ভাগ করা হবে প্রথমে। সর্বাধিক ৩০টি স্কুল নিয়ে একটি এডুকেশন সাব ডিভিশন গঠিত হবে।

বৈঠকের মাধ্যমে বিস্তারিত আলোচনা

এদিকে এডুকেশন সাব ডিভিশনের প্রাথমিক ক্ষেত্রে, কলকাতা, ব্যারাকপুর, দমদম, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া এবং হুগলি জেলায় ম্যাপিং করেছে শিক্ষা সংসদ। এবং ওই জেলা গুলির মধ্যে একটি করে হাব স্কুল তৈরি করা হবে। সর্বাধিক ৭টি করে স্কুল থাকতে পারে সাড়ে তিন থেকে চার কিলোমিটার এলাকার মধ্যে।

এছাড়াও চারটি জেলা ভিত্তিক কার্যালয় যেমন বর্ধমান, মেদিনীপুর, কলকাতা এবং উত্তরবঙ্গে দু’জন করে ডেপুটি সেক্রেটারি রাখা হবে। জানা গিয়েছে আগামী ১৬ থেকে ১৯ জুন, শিক্ষা সংসদের (WBCHSE) তরফে ক্লাস্টার মডেল কী ভাবে কাজ করবে, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে একটি বৈঠকের মাধ্যমে।

আরও পড়ুন: সরকারি নিয়োগপত্র পেয়েও কাজে যোগ দিতে অনিচ্ছুক চাকরিপ্রার্থীরা! মাথায় হাত কমিশনের

প্রসঙ্গত, ২০১৬ সালের পর থেকে রাজ্যে শিক্ষক নিয়োগ একেবারেই হচ্ছে না বললেই চলে। তার উপর গত এপ্রিল মাসে নিয়োগ দূর্নীতির কারণে সুপ্রিম কোর্ট ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দেয়। প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি অকালে চলে যায়। এদিকে বয়স্ক শিক্ষকেরা একে একে অবসর নিচ্ছেন। ফলে বিষয়ভিত্তিক শিক্ষকের ঘাটতি দেখা যাচ্ছে অনেক স্কুলেই। সেই শিক্ষকের ঘাটতি মেটাতে তাই বড় পদক্ষেপ নিচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join