BSF জওয়ানকে অপহরণ, গাছে বেঁধে মারধর চলল ওপার বাংলায়!

Published on:

Bangladesh

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারত-বাংলাদেশ সীমান্ত রক্ষা করায় যাদের সবথেকে বড় ভূমিকা, তাকেই অপহরণ করে ওপার বাংলার (Bangladesh) গাছে বেঁধে রেখে মারধর করা হলো। হ্যাঁ, এমনই এক ঘটনা ঘটেছে মালদহের সীমান্তে, যা রীতিমতো কাঁপিয়ে দিয়েছে দুই দেশের রাজনৈতিক থেকে প্রশাসনিক মহলকে।

ঘটনাটি কী?

সূত্রের খবর, ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিএসএফের এক সাহসী জওয়ান, শ্রী গণেশ। তিনি কর্মরত ছিলেন মালদহের নুরপুর 71 নম্বর বিএসএফ ক্যাম্পে। অভিযোগ ওঠে, বুধবার সকালে সীমান্তে অনুপ্রবেশ রুখতে গেলে আচমকাই বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার কিছু বাসিন্দা তাকে অপহরণ করে ওপারে নিয়ে যায়। এমনকি তাকে গাছে বেঁধে নির্মমভাবে মারধর করা হয়েছে।

ভাইরাল হয়েছে ভিডিও

আর এই অপহরণ এবং নিপীড়নের ঘটনা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া একটি ভিডিওর মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে, এক বিএসএফ জওয়ানকে গাছে বাঁধা রয়েছে। আর স্থানীয় লোকজন তাকে ঘিরে রেখেছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি India Hood Bangla। 

অনুপ্রবেশ আটকাতে গিয়েই পাকড়াও জওয়ান

বিএসএফের সূত্রে দাবি করা হচ্ছে যে, শ্রী গনেশ বুধবার সকালে টহলদারির অংশে কর্মরত ছিলেন। তখন এক অনুপ্রবেশের চেষ্টা নজরে পড়তেই সে রুখতে গিয়ে যখন তিনি এগিয়ে যান। তখন আচমকাই কিছু বাংলাদেশী নাগরিক তাকে ঘিরে ধরে তুলে নিয়ে যায়। পরে তাকে বাংলাদেশ বর্ডার গার্ড অর্থাৎ বিজিবি’র হাতে তুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ দিনের পর দিন রেকর্ড ছুঁচ্ছে সোনা, রুপোর গায়েও আগুন! আজকের রেট

বিজিবি’র পাল্টা দাবি

তবে বাংলাদেশের এক সূত্র দাবি করছে যে, ওই বিএসএফ জাওয়ান নাকি ছাগল চড়াতে গিয়ে জোহরপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছিল। আর সেসময় চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দারা থাকে বাংলাদেশ পুলিশের হাতে তুলে দিয়েছে। আর এই পরিস্থিতি থেকে বাঁচতে বিজিবি তাকে হেফাজতের নির্দেশ দেয়। তবে আন্তর্জাতিক নিয়ম মেনে তাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে খবর।

সঙ্গে থাকুন ➥