সিরিজ শুরুর আগেই বিরাট ক্ষতি ইংল্যান্ডের! সুবিধা পাবে ভারত

Published on:

England hit by injury to star cricketer before start of Test series against India

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের বিরুদ্ধে রণমূর্তিধারণের আগেই বিরাট ধাক্কা খেল ইংল্যান্ড (England)। আসন্ন 20 জুন থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ডের 5 ম্যাচের টেস্ট সিরিজ। তবে বহু অপেক্ষিত সেই সিরিজের প্রাক্কালে চোট নিয়ে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন ইংলিশদের অন্যতম ভরসা গ্যাস অ্যাটকিনসন। আপাতত যা খবর, হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গোটা সিরিজেও খেলতে পারছেন না তিনি।

সুবিধা পেয়ে গেল ভারত!

গত মাসে জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট ম্যাচ চলাকালীন আচমকা চোট পেয়েছিলেন ইংলিশ তারকা অ্যাটকিনসন। সেই সময়ে, প্রতিপক্ষের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে মাত্র 3 ওভার বল করে আর মাঠে থাকতে পারেনি তিনি। চোট যন্ত্রণা নিয়ে শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। তবে আশা ছিল, চোট কাটিয়ে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে অংশ নেওয়ার।

কিন্তু সেই আশায় জল ঢাললো যন্ত্রণা। জানা যাচ্ছে, ভারতের বিরুদ্ধে টেস্ট শুরুর আগে চোট যন্ত্রণা যেন আরও জাকিয়ে বসেছে অ্যাটকিনসনকে। বেশ কয়েকটি সূত্র মারফত খবর, আপাতত চোট না কাটায় ভারতীয়দের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে পারবেন না ইংলিশ তারকা।

অ্যাটকিনসনকে মাঠে ফেরানোর চেষ্টা করছে ইংল্যান্ড

আপাতত যা খবর, ভারতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের আগে অ্যাটকিনসনের মতো একজন ক্রিকেটারের চোট যথেষ্ট ভাবাচ্ছে ইংলিশ বাহিনীকে। শোনা যাচ্ছে, ভারতীয় ব্রিগেডকে টেক্কা দিতে অ্যাটকিনসনকে দ্রুত সুস্থ করার কাজ চলছে ইংল্যান্ড শিবিরে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারতের বিরুদ্ধে দ্বিতীয় বা তৃতীয় টেস্টের আগে চোট সারিয়ে ইংলিশ তারকাকে মাঠে নামাতে পারে ইংল্যান্ড। তবে শেষ পর্যন্ত যদি তা না হয়! সে বিকল্পও রয়েছে।

অবশ্যই পড়ুন: ঋণের নামে গিলে খাচ্ছে একের পর এক দরিদ্র দেশ! চিনের ফাঁদে পাকিস্তান, বাংলাদেশ

অ্যাটকিনসনের বিকল্প খুঁজে রেখেছে ইংল্যান্ড!

বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, শেষ পর্যন্ত দীর্ঘ শুশ্রুষার পর যদি ইংলিশ তারকার চোট না সারে, সে ক্ষেত্রে ভারতের বিরুদ্ধে অ্যাটকিনসনের বদলি হিসেবে জায়গা দেওয়া হতে পারে স্যাম কুক, ম্যাথু পটস অথবা জস টাঙ্গের মধ্যে যেকোনও একজনকে। বলা বাহুল্য, অ্যাটকিনসন ছাড়াও জোফরা আর্চার, মার্ক উড, ওলি স্টোনেদের গুরুতর চোট রয়েছে।

সঙ্গে থাকুন ➥