সহেলি মিত্র, কলকাতা : যত সময় এগোচ্ছে ততই বাংলা সিরিয়ালগুলির একে অপরের সঙ্গে যেন হাড্ডাহাড্ডি লড়াই বেড়েই চলেছে। কোন সিরিয়াল কাকে টেক্কা দিয়ে এক নম্বরে উঠে আসবে সেই নিয়ে চলছে এক অঘোষিত লড়াই। প্রতি সপ্তাহে কোন সিরিয়াল কোন জায়গায় দাঁড়িয়ে আছে সে সবটাই জানা যায় টিআরপি (TRP List) তালিকার মাধ্যমে। এই সপ্তাহেও কোনওরকম কিন্তু ব্যতিক্রম ঘটল না। তবে এবারে বাংলা সিরিয়ালগুলির মধ্যেই বেঙ্গল টপার কে হয়েছে সেটি সম্পর্কে জানলে আপনি হয়তো চমকে উঠবেন। স্টার জলসা নাকি জি বাংলা? কোন চ্যানেলের সিরিয়াল বেঙ্গল টপার হল সেটা জানতে কি আপনিও ইচ্ছুক? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
বেঙ্গল টপার হল কোন মেগা?
বর্তমান সময়ের সিরিয়াল দেখতে পছন্দ করেন না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। অনেকেই আছেন যারা সকাল হোক কিংবা সন্ধ্যেবেলা টিভির পর্দায় চোখ না রাখলে তাদের পেটের ভাত হজম হতে চায় না। কোন সিরিয়াল কোন দিকে মন নিচ্ছে সেটা জানার জন্য রীতিমত মুখিয়ে থাকেন দর্শক। দর্শকদের মনোরঞ্জনের জন্য, প্রতিটা গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট। পাল্টাচ্ছে বেশ কয়েকটি মেগার সম্প্রচারের সময়।
একদিকে যখন পুরনো কিছু সিরিয়াল শেষ হচ্ছে তখন আবার আসছে আরও কয়েকটি নতুন ধারাবাহিক। এদিকে নতুনদের ভিড়ে পুরনোরা টিকে থাকার লড়াইয়ে ব্যস্ত হয়ে রয়েছে। যাই হোক, আপনিও কি জানতে ইচ্ছুক যে চলতি সপ্তাহে কোন সিরিয়াল বেঙ্গল টপার হয়েছে? তাহলে জানিয়ে রাখি এবার কিন্তু জোড়া বেঙ্গল টপার পেলেন দর্শকরা। ছক্কা হাঁকাল স্টার জলসার পরশুরাম আজকের নায়ক ও রাঙামতি তিরন্দাজ সিরিয়ালটি।
আজ বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার মানেই হল বাংলা সিরিয়ালগুলির ভাগ্য নির্ধারণের দিন। বৃহস্পতিবার সামনে আসে প্রতিটি বাংলা সিরিয়ালের রেটিং চার্ট। বিরাট রদবদল হয়েছে রেটিং চার্টে। আজও প্রকাশ্যে বাংলা টেলিভিশনের আরও এক নতুন সপ্তাহের মার্কশিট। আর সেই মার্কশিট অনুযায়ী জানা গিয়েছে, এবারে বেঙ্গল টপার হয়েছে স্টার জলসার পরশুরাম এবং রাঙ্গামতি তীরন্দাজ। অন্যদিকে দ্বিতীয় হয়েছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’ সিরিয়াল।
এক নজরে সেরা ১০ বাংলা সিরিয়ালের অবস্থা
১) পরশুরাম, রাঙামতি ৭. ৫
২) জগদ্ধাত্রী ৬. ৯
৩) পরিণীতা ৬. ৮
৪) ফুলকি ৬. ৫
৫) চিরসখা ৬. ৪
৬) গৃহপ্রবেশ ৬. ০
৭) কথা ৫. ৮
৮) কোন গোপনে মন ভেসেছে ৫. ৪
৯) চিরদিনই তুমি যে আমার ৫. ২
১০) গীতা LLB ৪. ৩।