ভারতের আপত্তি উড়িয়ে পাকিস্তানকে ৮৫০০০০০০০০০ টাকার প্যাকেজ অনুমোদন এশীয় উন্নয়ন ব্যাঙ্কের!

Published on:

Asian Development Bank approves Rs 8,500 crore package for Pakistan despite India's objections

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সন্ত্রাসের দিকে ঝোঁক বেশি? ভারতের আপত্তি সত্ত্বেও পাকিস্তানকে সাড়ে 8 হাজার কোটি টাকার আর্থিক সহায়তা প্যাকেজ অনুমোদন দিল এশীয় উন্নয়ন ব্যাঙ্ক (Asian Development Bank)। আপাতত যা খবর, এশীয় ব্যাঙ্কের এই বিপুল আর্থিক সহায়তা পাকিস্তানের সরকারি আর্থিক ব্যবস্থাপনা অনেকটাই শক্তিশালী করবে।

তবে, ভারতের বক্তব্য ছিল, পাকিস্তান এই আর্থিক সাহায্য সন্ত্রাসবাদী কার্যকলাপে ব্যবহার করবে, যা আগেও বেশ কয়েকবার প্রমাণিত হয়েছে! তবে ভারতের সেই আপত্তি উড়িয়ে ইসলামাবাদকে অর্থ সাহায্য অনুমোদন করল ADB। যা ভারতের জন্য সত্যিই বড় কূটনৈতিক ধাক্কা হিসেবে দেখছেন অনেকেই।

পাকিস্তানের ডানায় নতুন পালক জুড়ল ADB!

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই পাকিস্তানকে যে আর্থিক সহায়তা প্যাকেজ অনুমোদন করা হয়েছে তাতে মূলত 3200 কোটি টাকার নীতি নির্ভর ঋণ ও 5300 কোটির প্রোগ্রাম ভিত্তিক গ্যারান্টি রয়েছে, যার প্রাথমিক লক্ষ্য পাকিস্তান সরকারের আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করা।

জাপানের হাত ধরেই কি অর্থ সাহায্য?

আসলে এশীয় উন্নয়ন ব্যাঙ্কের সদর দপ্তর রয়েছে ম্যানিলায়, এবং এই প্রতিষ্ঠানটি পরিচালনা করে জাপানের মাসাতসুগু আসাকাওয়ার। অনেকেই মনে করছেন, এশিয়া ব্যাঙ্কের নেতৃত্ব যেহেতু জাপানের হাতে, ফলত সবকিছু ভেবে নিয়েই পাকিস্তানকে আর্থিক সাহায্য অনুমোদন করেছে ADB! জানিয়ে রাখি, জাপান ছাড়াও ভারত, চিন, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া সহ 49টি এশিয়া প্যাসিফিক দেশের পাশাপাশি অন্তত 20টি ইউরোপ ও উত্তর আমেরিকার দেশ এই এশীয় ব্যাঙ্কের সদস্য।

অবশ্যই পড়ুন: RCB-র বিজয় উৎসবে প্রাণ গেল ১১ জনের, অবশেষে নীরবতা ভাঙলেন কোহলি! বিরাট ঘোষণা KSCA-র

আপত্তি জানিয়েছিল ভারত

পহেলাগাঁও জঙ্গি হামলার পর থেকেই আন্তর্জাতিক অর্থভাণ্ডার সহ অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে বলা ভাল, আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে আর্থিক সাহায্যে আপত্তি জানিয়েছিল দিল্লি। ভারতের তরফে অভিযোগ করা হয়, পাকিস্তান অর্থ সাহায্য পেলে সেই অর্থ সন্ত্রাসবাদ ও সামরিক খাতে ব্যবহার করবে। যা আগামী দিনে বিশ্বের জন্য ভাল নয়! কিন্তু তা সত্বেও সন্ত্রাসবাদের দেশকে বিপুল আর্থিক সাহায্য ঋণ বাবদ দিয়েছে IMF। এবার সেই পথ ধরেই ভারতের আপত্তি উড়িয়ে পাকিস্তানকে আর্থিক সহায়তা অনুমোদন করল এশীয় উন্নয়ন ব্যাঙ্ক।

সঙ্গে থাকুন ➥