সহেলি মিত্র, কলকাতা: ঈদ ও রথযাত্রার আগে ফের একবার ভাগ্য খুলল রাজ্য সরকারি কর্মীদের। বাড়ল দীর্ঘ প্রতীক্ষিত ডিএ বা মহার্ঘ্য ভাতা (DA Hike)। জানা গিয়েছে, রাজ্য সরকার পাঁচ লক্ষেরও বেশি সরকারি কর্মচারীকে উপহার দিয়েছে। সরকার তার কর্মচারীদের জন্য মহার্ঘ্য ভাতা (ডিএ) মূল বেতনের ৫৩% থেকে ৫৫% বৃদ্ধি করেছে, যা ১ জানুয়ারি, ২০২৫ থেকে কার্যকর হবে। অর্থাৎ ডিএ-র সঙ্গে মিলবে কয়েক মাসের বকেয়া টাকাও। আপনিও কি এই সুবিধা পাবেন? বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।
DA বৃদ্ধি করল সরকার
জানা গিয়েছে, ঈদ-উল-আযহার আগে, জম্মু ও কাশ্মীর সরকার কেন্দ্রশাসিত অঞ্চলের পাঁচ লক্ষেরও বেশি সরকারি কর্মচারীকে উপহার দিয়েছে। জম্মু ও কাশ্মীর সরকার কর্মচারীদের জন্য মহার্ঘ্য ভাতা (DA) মূল বেতনের ৫৩% থেকে ৫৫% বৃদ্ধি করেছে, অর্থাৎ ২% ডিএ বৃদ্ধি পেয়েছে যা কিনা ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি নির্দেশিকাও জারি করেছে রাজ্য সরকার যা সকলের মুখে হাসি ফুটিয়েছে।
সরকারের জারি করা নির্দেশিকা অনুসারে, “২৭.০১.২০২৫ তারিখের সরকারি আদেশ নং ২৮-এফ ২০২৫ অনুসারে, সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুসারে নিয়মিত বেতন স্তরে কর্মরত সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা ১ জানুয়ারি, ২০২৫ থেকে মূল বেতনের ৫৩% থেকে ৫৫% পর্যন্ত বৃদ্ধি করার নির্দেশ দেওয়া হচ্ছে।”
আরও পড়ুনঃ প্রতীক্ষার অবসান! ১৬ বছর পর শুরু হচ্ছে জনগণনা, কবে থেকে শুরু সমীক্ষা?
খুশি সরকারি কর্মীরা
সংশোধিত বেতন কাঠামোতে ‘মৌলিক বেতন’ শব্দটির অর্থ সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুসারে বেতন ম্যাট্রিক্সে নির্ধারিত স্তরে প্রাপ্ত বেতন, তবে বিশেষ বেতন ইত্যাদির মতো অন্য কোনও ধরণের বেতন অন্তর্ভুক্ত নয়।নির্দেশিকায় বলা হয়েছে, ১ জানুয়ারি, ২০২৫ থেকে মে, ২০২৫ পর্যন্ত মহার্ঘ্য ভাতার অতিরিক্ত কিস্তির বকেয়া ২০২৫ সালের জুন মাসে নগদ অর্থে পরিশোধ করা হবে এবং জুন, ২০২৫ থেকে মাসিক বেতনের অংশ হিসেবে গণ্য হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |