ভারতীয় পর্যটকদের জন্য সুখবর, বিদেশ ভ্রমণে লাগবে না ভিসা! জানুন বিস্তারিত

Published on:

Indian Tourists

প্রীতি পোদ্দার, কলকাতা: অনেকক্ষেত্রেই দেখা যায় দেশের সীমানা পেরিয়ে বাইরে ঘুরতে যেতে হলে ভারতীয়দের (Indian Tourists) জন্য পাসপোর্ট বাধ্যতামূলক করা হলেও সবসময় প্রয়োজন পড়ে না ভিসার। আসলে যে দেশের পাসপোর্ট যত শক্তিশালী হবে, সেই দেশের নাগরিকরা অন্য দেশে ভিসা ছাড়া ভ্রমণের তত বেশি সুযোগ পান। তবে এবার ভারতীয়রা বিনা পাসপোর্ট ভিসাতেই ঘুরে আসতে পারবেন এক জনপ্রিয় দেশে। তাই এবার ভোটার কার্ড দিয়েই। ভাবছেন কীভাবে? চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।

এই দেশে বিনা পাসপোর্টেই ঢোকা যাবে!

প্রাপ্ত রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সালে ভারতের পাসপোর্টের র‌্যাঙ্কিং নেমে এসেছিল ৮১ নম্বরে। তবে এর আগে ভারতীয় পাসপোর্ট এই তালিকায় ছিল ৮০ নম্বরে। এইভাবে র‌্যাঙ্কিং কমে যাওয়ায় কিছু দেশে ভারতীয়দের ভিসা ছাড়াই প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। তবুও বর্তমানে ৫৮টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পান ভারতীয়রা। কিন্তু একমাত্র এই দেশেই ভারতীয় পর্যটকদের (Indian Tourists) লাগে না কোনো পাসপোর্ট বা ভিসা। আমরা যেই দেশটির কথা বলছি, সেটি হল নেপাল। হ্যাঁ, একমাত্র নেপালে ভ্রমণ করতে গেলে লাগে না কোনো পাসপোর্ট বা ভিসা।

কী কী প্রয়োজনীয় নথি লাগবে?

তবে ভারতীয় পর্যটকদের নেপালে ভ্রমণ করতে গেলে দরকার পড়ে বিমানের টিকিট সহ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। জানা গিয়েছে যে সকল গুরুত্বপূর্ণ তথ্যের প্রয়োজন পড়ে, সেগুলি হল যেকোনো ছবিযুক্ত পরিচয়পত্র গ্রহণ করা, যেমন প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা রেশন কার্ড। যদি কোনো পর্যটকের বয়স ১৫ থেকে ১৮ বছর বয়সী হয় তাহলে তাদের স্কুল বা কলেজ কর্তৃক জারি করা পরিচয়পত্র বৈধ করা হবে। এমনকি প্রয়োজনে কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকেও জরুরি সার্টিফিকেট নেওয়া যেতে পারে। কেউ যদি বিমানে নেপাল পৌঁছয় তাহলে বিমানবন্দরে শুধু পর্যটকদের ভোটার আইডি দেখালেই হবে।

আরও পড়ুন: বিশ্বের দরবার এগিয়ে বাংলা, আন্তর্জাতিক স্বীকৃতি পেল মালদা রেলওয়ে ডিভিশন

দিতে হবে পারমিট ফি!

অন্যদিকে কেউ যদি সড়কপথে নেপালে পৌঁছয় তাহলে পর্যটকদের কেবল পাসপোর্ট বা ভোটার আইডি কার্ড দেখিয়ে সীমান্তে সহজেই প্রবেশ করতে পারবেন। আলাদা কোনও অনুমতিপত্র নেওয়ার প্রয়োজন নেই। আবার কোনো ক্ষেত্রে যদি কোনো পর্যটক গাড়ি নিয়ে নেপাল জন, তাহলে তাঁকে ‘ভানসার’ নামক একটি অস্থায়ী পারমিট নিতে হবে। তার জন্য প্রাপ্য ফি দিতে হয়। বাইকের জন্য দিতে হবে প্রতিদিন ৯৩ টাকা এবং গাড়ির জন্য দিতে হবে প্রতিদিন ৩১২ টাকা। আর এই পারমিটের মাধ্যমে, পর্যটকরা গাড়ি নিয়ে নেপালে ৩০ দিন থাকতে পারবেন। তাই কোনো চিন্তা ছাড়াই এবার বেরিয়ে আসুন নেপাল ভ্রমণে।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥