বাড়ছে মশালের তেজ, ইস্টবেঙ্গলে ফিরছেন মাঠ কাঁপানো ভয়ঙ্কর ফুটবলার!

Published on:

East Bengal FC may sign Lalrindika soon

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত মরসুমে ইস্টবেঙ্গলের (East Bengal FC) ব্যর্থতা কোন পর্যায়ে পৌঁছেছিল তা জানতে বাকি নেই কারোরই। ইন্ডিয়ান সুপার লিগ থেকে শুরু করে কলিঙ্গ সুপার কাপ, সব যাত্রায় ব্যর্থতার নাম হয়ে উঠেছিল ইমামি ইস্টবেঙ্গল। তবে পরবর্তীতে সেই ব্যর্থতা ভুগিয়েছে কোচ অস্কার ব্রুজোর দলকে।

তাই পুরনো যন্ত্রণা ভুলে নতুন করে ঘুরে দাঁড়াতে চাইছে লাল হলুদ ব্রিগেড। সেই মতোই চলছে দক্ষ ফুটবলারদের খোঁজ। এমতবস্থায়, বারবার যে নামটা উঠে আসছে সেই প্রাক্তন ফুটবলার এডমুন্ড লালরিন্দিকাকে সই করাতে এবার একপ্রকার ঝাঁপিয়ে পড়ল ইস্টবেঙ্গল।

এডমুন্ডকে শীঘ্রই দলে ফেরাবে ইস্টবেঙ্গল

সাম্প্রতিক সময়ে ইস্টবেঙ্গলের সাথে বারবার যে নামটা উঠে আসছে তা হল মশালবাহিনীর প্রাক্তন সহযোদ্ধা লালরিন্দিকা। শোনা যাচ্ছে, ইন্টার কাশির হয়ে খেলা এই পুরনো সঙ্গীকে আরও একবার সুযোগ দিতে পারে লাল হলুদ ম্যানেজমেন্ট। বেশ কয়েকটি সূত্র মারফত যা খবর, এডমুন্ডের সাথে বেশ কয়েক দফা কথা হয়ে গেছে কলকাতা ময়দানের এই প্রধানের। আপাতত যা খবর, সব ঠিক থাকলে খুব শীঘ্রই ইস্টবেঙ্গল শিবিরে ভিড়তে পারেন ভারতের এই তারকা ফরোয়ার্ড।

হঠাৎ কেন এডমুন্ডেই মন মজল লাল হলুদের?

এক সময়ে লাল হলুদ জার্সি গায়ে মাঠ কাঁপানো ফুটবলারকে শেষ পর্যন্ত ছেড়ে দিয়েছিল ইস্টবেঙ্গল। তবে বর্তমানে ভারতের এই ফরোয়ার্ড মাঝমাঠ থেকে আক্রমণ তৈরির ক্ষেত্রে বড় ভূমিকা নিয়ে থাকেন। তাছাড়াও যেকোনও পরিস্থিতিতে
বিপক্ষের টপবক্সে উঠে এসে প্রতিপক্ষকে বিপদে ফেলে দেওয়ার ক্ষমতা রয়েছে লালরিন্দিকার। আইলিগ ও সুপার কাপের মঞ্চে বারবার সেইসব স্কিলের প্রমাণ দিয়েছেন লাল হলুদ প্রাক্তনী। মনে করা হচ্ছে মূলত খেলোয়াড়ের এমন দক্ষতা দেখেই তাঁকে ফের দলে নিতে চাইছে ইমামির মালিকানাধীন ইস্টবেঙ্গল।

অবশ্যই পড়ুন: ২০২৬ থেকেই ভারতে শুরু বুলেট ট্রেন পরিষেবা! প্রকাশ্যে স্টেশনের তালিকা

ইন্টার কাশির হয়ে অনবদ্য পারফরমেন্স এডমুন্ডের

ইন্টার কাশির হয়ে ইতিমধ্যেই ভারতীয় ফুটবলার 5টি গোল ও 6টি গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট করেছেন। আই লিগের এই দলের হয়ে বহু যুদ্ধ জয়ে অংশ নিয়েছিলেন তিনি। ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন, এমন একজন ফুটবলারকে ফের নতুন মহিমায় দলে পেলে আদতে লাভ হবে ইস্টবেঙ্গলের। সম্প্রতি ইন্টার কাশির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট করেছেন এডমুন্ড। যদিও লাল হলুদে কবে ফিরবেন তা নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছুই জানায় মশাল বাহিনীর ম্যানেজমেন্ট। তবে আপাতত যা খবর, 26 বছর বয়সী এই তরুণ ফুটবলারকে দলে নিতে একপ্রকার তৈরি ইস্টবেঙ্গল এফসি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥