বিক্রম ব্যানার্জী, কলকাতা: আশঙ্কাই সত্যি হল! হেডিংলিতে 20 জুন থেকে শুরু হতে যাওয়া ভারত বনাম ইংল্যান্ডের (England) প্রথম টেস্টের প্রাক্কালে হঠাৎ চার প্রধান তারকাকে বাদ দিয়ে প্রথম টেস্টের দল ঘোষণা করল ইংল্যান্ড ক্রিকেট।
যা খবর, ভারতের বিপক্ষে প্রথম টেস্ট আসরে চার গুরুত্বপূর্ণ পেসারকে দলে পাবে না বেন স্টোকসরা। অন্যদিকে দীর্ঘ 3 বছরের অপেক্ষা কাটিয়ে ফের ইংলিশদের দলে যোগ দিয়েছেন এক বড় অলরাউন্ডার।
কাদের প্রথম টেস্টে পাচ্ছে না ইংল্যান্ড?
বেশ কয়েকটি রিপোর্ট ও সূত্র অনুযায়ী, চোট নিয়ে আপাতত দুঃসময় কাটাচ্ছেন ইংল্যান্ডের চার তারকা। মূলত ইংলিশদের হয়ে নিয়মিত মাঠে নামা মার্ক উড, ওলি স্টোন, জোফরা আর্চার ও গ্যাস অ্যাটকিনসনকে নিয়ে চিন্তা বেড়েছে ইংল্যান্ডের। কেননা, এই 4 খেলোয়াড়েরই বেশ গুরুতর চোট রয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন আর্চার।
বর্তমানে তিনি পুরোপুরি সুস্থ নন। অন্যদিকে জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্টে হ্যামস্ট্রিং চোট পেয়েছেন অ্যাটকিনসন, তাছাড়াও উড ও স্টোনের চোট এখনও সরেনি! সব মিলিয়ে, ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে নামার আগে এই চার তারকার অনুপস্থিতি ইংল্যান্ডকে একটা বড় ধাক্কা দিল। তবে মনে করা হচ্ছে, চোট কাটিয়ে দ্বিতীয় টেস্টে খেলতে পারেন আর্চার।
3 বছর পর ইংল্যান্ড দলে জায়গা পেয়েছেন তারকা অলরাউন্ডার
ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে চার গুরুত্বপূর্ণ পেসারকে ছাড়াই দল ঘোষণা করলেও ইংল্যান্ড শিবিরের যোগ দিয়েছেন 31 বছর বয়সি জেমি ওভারটন। জানা যাচ্ছে, প্রায় তিন বছর পর ফের ইংল্যান্ডের হয়ে মাঠে নামছেন তিনি। 2022 সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেডিংলিতেই অভিষেক হয়েছিল ওভারটনের। সেই অভিষেক ম্যাচেই 2 উইকেট নেওয়ার পাশাপাশি 97 রান করেছিলেন তিনি।
সূত্রের খবর, প্রথম শ্রেণীর ক্রিকেটে ওভারটনের অভিজ্ঞতার দাম রেখেই তাঁকে ফের দলে নিল ইংল্যান্ড। উল্লেখ্য, ইংল্যান্ডের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলে আজ পর্যন্ত 2383 রান করেছেন ওভারটন, সঙ্গে রয়েছে 237টি গুরুত্বপূর্ণ উইকেট। জানিয়ে রাখি, ওভারটন ছাড়াও 2024 সালের পর ফের জাতীয় দলে জায়গা পেয়েছেন ক্রিস ওকস।
অবশ্যই পড়ুন: ভারতের বাজার দখল করতে তৈরি, ২৫ হাজার বর্গফুটের গুদাম নিল টেসলা! ভাড়া এত কোটি
ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের প্রথম টেস্টের দল
বেন স্টোকস (অধিনায়ক), শোয়েব বশির, জেকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্ল, স্যাম কুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, জেমি স্মিথ, জেমি ওভারটন, জশ টং, ক্রিস ওকস।