যে দলের হয়ে ফাইনাল খেলেন সেই দলই হারে! IPL-র সবচেয়ে অভাগা ক্রিকেটার এই ভারতীয়

Published on:

This Indian bowler is called the unlucky Player of IPL

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পাঞ্জাব কিংসকে বধ করে প্রথমবারের জন্য IPL ট্রফি জয়ের স্বাদ চেখে দেখেছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সকে গতবার চ্যাম্পিয়ন করা অধিনায়ক শ্রেয়স আইয়ারের হাড় ভাঙা খাটুনির পর দীর্ঘ 11 বছরের অপেক্ষা কাটিয়ে ফাইনালে উঠেও একরাশ মন খারাপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পাঞ্জাব প্লেয়ারদের।

তবে এসবের মাঝেই, বারংবার উঠে আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এক অভাগা ক্রিকেটারের নাম (Unlucky Player Of IPL)। এ বছরও তিনি পাঞ্জাব দলের হয়ে ফাইনাল খেলেছেন! বেশিরভাগ ক্রিকেট প্রেমীরই বক্তব্য, ওর জন্যই ফাইনালে ওঠা দল IPL হারে! কে তিনি? চেনেন?

এই প্লেয়ারের নামের পাশে রয়েছে অভাগা তকমা!

সদ্য শেষ হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পাঞ্জাব দলে জায়গা পেয়েছিলেন ভারতের অভিজ্ঞ লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। IPL ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট নেওয়া এই বোলার তৃতীয়বারের জন্য ফাইনালে পৌঁছেও দলকে জেতাতে ব্যর্থ হয়েছেন। হ্যাঁ, চাহালকেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অভাগা প্লেয়ার বলেন অনেকেই! কিন্তু ঠিক কোন কারণে? আসলে IPL ইতিহাসে এর আগে দুবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল খেলেছেন চাহাল।

কিন্তু দুই ক্ষেত্রেই হারতে হয়েছে দলকে। হ্যাঁ, 2016 সালে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ফাইনালে খেলতে নেমেও পরাজিত হয়েছিল চাহালের তৎকালীন দল RCB। এছাড়াও 2022 সালে রাজস্থান রয়্যালসে থাকাকালীন দলকে ফাইনালে তুলেছিলেন চাহাল, তবে দুর্ভাগ্যের যে, সেবার প্রধান আসরে পৌঁছেও IPL ফাইনালে হারতে হয়েছিল RR-কে।

অবশ্যই পড়ুন: ২০২৬ থেকেই ভারতে শুরু বুলেট ট্রেন পরিষেবা! প্রকাশ্যে স্টেশনের তালিকা

সবশেষে IPL 2025 মরসুমে পাঞ্জাবের হয়ে দুর্ধর্ষ পারফরমেন্স দেখিয়ে ফাইনালে উঠলেও তাঁর উপস্থিতিতেই হেরে যায় প্রীতির PBKS। আর এরপরই চাহালকে ঘিরে অপয়া, অভাগার মতো একাধিক আগ্রহণযোগ্য শব্দের প্রয়োগ জোরালো হয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥